যে কারণে বিসিবি থেকে পদত্যাগ করলেন সুজন

ক্রীড়া ডেস্ক, ঢাকা টাইমস
 | প্রকাশিত : ১২ সেপ্টেম্বর ২০২৪, ১১:০৬

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক পদ থেকে পদত্যাগ করেছেন খালেদ মাহমুদ সুজন। বুধবার (১১ সেপ্টেম্বর) বোর্ডে পদত্যাগ পত্র জমা দেন তিনি। পদত্যাগের খবর প্রকাশ পেতেই সবার একটাই প্রশ্ন প্রায় এক যুগ ধরে বিসিবির বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করা সুজনের হঠাৎ পদত্যাগের কারণ কী?

২০১৩ সাল থেকে টানা তিন মেয়াদে বিসিবির পরিচালকের দায়িত্ব পালন করেছেন সুজন। এই সময়ে একাধিক কমিটির বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে ছিলেন তিনি। সর্বশেষ তিনি গেম ডেভলপমেন্ট কমিটির চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছেন। একই সঙ্গে ক্রিকেট অপারেশন্স কমিটির সহ-সভাপতির দায়িত্বেও ছিলেন।

বিসিবি পরিচালকের পদে থাকার সময়ে জাতীয় দলের সঙ্গেও কাজ করেছেন সুজন। বিভিন্ন সময়ে প্রধান কোচ, অন্তবর্তীকালীন কোচ, সহকারী কোচ, টিম ম্যানেজার, এমনকি টিম ডিরেক্টরের ভূমিকায়ও দেখা গেছে জাতীয় দলের সাবেক এই অধিনায়ককে। এসবের জন্য তিনি বিসিবি থেকে সম্মানীও নিয়েছেন।

তাছাড়া ঘরোয়া ক্রিকেটেও একাধিক টুর্নামেন্টে কাজ করেছেন তিনি। বিসিবির গুরুত্বপূর্ণ দায়িত্বে থেকেও তিনি ক্লাবের কোচিং করিয়েছেন, এমনকি একই মৌসুমে একাধিক লিগে একাধিক ক্লাবেরও কোচ ছিলেন। বিপিএলের মতো ফ্র্যাঞ্চাইজি লিগেও তাকে দেখা গেছে প্রধান কোচের ভূমিকায়। কোচিং করিয়েছেন একাডেমিতেও।

বিসিবির একজন পরিচালক হয়ে জাতীয় দলের সঙ্গে সরাসরি কাজ করা কিংবা ঘরোয়া ক্রিকেটে কোচিং করানো স্পষ্টতই স্বার্থের সংঘাত। তবে সাবেক বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপনের আস্থাভাজন হওয়ায় এতদিন সুজনকে নিয়ে প্রশ্ন তুলেনি কেউই।

ফারুক আহমেদ বিসিবি সভাপতির দায়িত্ব নেওয়ার পর বলেছেন, স্বার্থের সংঘাত হয়, এমন কিছুই হতে দেবেন না বোর্ডে। বিসিবির শীর্ষ নেতৃত্বে পরিবর্তন আসায় খানিকটা বিপাকেই পড়েছিলেন সুজন। বোর্ডে থাকতে হলে স্বার্থের সংঘাত এড়াতে কোচিং ছাড়তে হতো সুজনকে। সেই পথ খোলা রাখতেই বিসিবি ছেড়েছেন তিনি।

(ঢাকাটাইমস/১২সেপ্টেম্বর/এনবিডব্লিউ)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

হায়দরাবাদে বাংলাদেশ-ভারত ম্যাচে বৃষ্টির সম্ভাবনা কেমন

হোয়াইটওয়াশ এড়ানোর ম্যাচে ভারতের বিপক্ষে বাংলাদেশের সম্ভাব্য একাদশ

বাবরের ব্যাটিং দেখে পুরো বিশ্ব হাসছে, তার বিশ্রাম নেওয়া উচিত: বাসিত আলী

বিশ্বকাপজয়ী তারকা অ্যালেক্স হেলসকে দলে ভেড়ালো ঢাকা 

নিয়ম রক্ষার ম্যাচে রাতে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হচ্ছে বাংলাদেশ

মাহমুদউল্লাহ রিয়াদকে নিলো না বরিশাল  

মাহমুদউল্লাহর বিদায়ী ম্যাচ জয়ে রাঙাতে পারবে টাইগাররা?

আম্পায়ার আলিম দারকে নিয়ে পাকিস্তানের নতুন নির্বাচক কমিটি গঠন

মুস্তাফিজের পর ঢাকা ক্যাপিটালসে যোগ দিলেন তানজিদ তামিম

বিপিএল প্লেয়ার্স ড্রাফটের ক্যাটাগরি নিয়ে বিস্ফোরণ ইমরুল কায়েসের

এই বিভাগের সব খবর

শিরোনাম :