নগর পরিবহন রুটে বিশৃঙ্খলা হলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের
বাস রুট রেশনালাইজেশনের আওতাধীন নগর পরিবহনের রুটে কোনো বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) প্রশাসক এবং বাস রুট রেশনালাইজেশন কমিটির পদাধিকার বলে সভাপতি ড. মুহ. শের আলী।
বৃহস্পতিবার নগরভবনে বাস রুট রেশনালাইজেশন কমিটির সভা শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
প্রশাসক শের আলী বলেন, “নগর পরিবহনের রুটগুলো বিশেষ কারও জন্য বা বিশেষ কোনো পরিবহনের জন্য আমরা বরাদ্দ রাখতে চাই না। আমরা চাই যেকোনো উপায়ে এই রুটগুলোতে শৃঙ্খলিতভাবে গণপরিবহনগুলো চলাচল করুক। আর এর জন্য যে যে পদক্ষেপ নেওয়া দরকার, সবই নেবো।”
জনসংখ্যা অনুযায়ী কোন রুটে কতক্ষণ পরপর কয়টি বাস চলাচল করবে সেসব বিষয়ে বিস্তর পরিকল্পনা গ্রহণ করা হয়েছে জানিয়ে তিনি আরও বলেন, “নগর পরিবহন সাধারণ মানুষের চলাচলের জন্য আরও কতটা আধুনিক এবং যাত্রীবান্ধব করা যায় সেসব বিষয় নিয়ে আমরা আলোচনা করেছি। এছাড়া আগের যদি কোনো সমস্যা থেকে থাকে তাহলে সেগুলোর সমাধানের মাধ্যমে আমরা ওভারকাম করতে পারব।”
ভাড়া সমন্বয়ের বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ড. শের আলী বলেন, “ভাড়া সমন্বয়ের বিষয়ে আজকে আমাদের কোনো আলোচনা হয়নি। এই বিষয়টি যদি কারো কোনো অভিযোগ থাকে, অথবা পরামর্শ থাকে সেক্ষেত্রে পরবর্তী সভায় আমরা সে বিষয়ে আলোচনা করে সিদ্ধান্ত গ্রহণ করব।”
উল্লেখ্য, এদিন ঢাকা মহানগরীতে গণপরিবহনে শৃঙ্খলা ফেরাতে বাস রুট রেশনালাইজেশন কমিটির ২৮তম সভা অনুষ্ঠিত হয়। আজকের সভায় ২৭তম সভার সিদ্ধান্তের অগ্রগতি পর্যালোচনা, বাস রুট রেশনালাইজেশন কার্যক্রমের বাস্তবায়ন অগ্রগতি, গণপরিবহনে শৃঙ্খলা আনয়নে করণীয় বিষয়ে সিদ্ধান্ত গ্রহণসহ অন্যান্য বিষয় নিয়ে আলোচনা হয়।
সভায় সভাপতিত্ব করেন ডিএসসিসি প্রশাসক ড. মুহ. শের আলী। এছাড়া বাস রুট রেশনালাইজেশন কমিটির সদস্যসচিব এবং ডিটিসিএ’র নির্বাহী পরিচালক নীলিমা আখতারসহ কমিটির অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।
(ঢাকাটাইমস/১২সেপ্টেম্বর/এফএ)