ভারত সিরিজে জাকের আলীকে দলে নেওয়ার কারণ জানাল বিসিবি

ক্রীড়া ডেস্ক, ঢাকা টাইমস
 | প্রকাশিত : ১২ সেপ্টেম্বর ২০২৪, ১৭:৪৭

হাংজু এশিয়ান গেমস ক্রিকেট দিয়ে জাতীয় দলে অভিষেক জাকের আলী অনিকের। তবে আসল অভিষেকটা গত মার্চে। শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে সুযোগ পেয়ে ৩৪ বলে ৬৮ রানের বিস্ফোরক ইনিংস দিয়ে পরিচিতি পান তিনি। আন্তর্জাতিক ক্রিকেটে জাকের আলী অনিক খেলছেন শুধু টি-টোয়েন্টি সংস্করণেই। ২০২৩ থেকে শুরু করে এখন পর্যন্ত আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে খেলেছেন ১৭ ম্যাচ। সেই জাকেরের এবার হয়তো ক্রিকেটের রাজকীয় সংস্করণেও অভিষেক হয়ে যেতে পারে।

দুই টেস্টের পাশাপাশি তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলতে চলতি মাসেই ভারত সফরে যাবে বাংলাদেশ ক্রিকেট দল। ভারতের বিপক্ষে অনুষ্ঠিত হতে যাওয়া দুই টেস্টের জন্য ১৬ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। যেখানে বাদ পড়েছেন পেসার শরিফুল ইসলাম। আর প্রথমবারের মতো সাদা পোশাকের ক্রিকেটে ডাক পেয়েছেন জাকের আলী অনিক। হঠাৎ করে জাকের কেন দলে সেই ব্যাখাও দিয়েছেন বিসিবির নির্বাচক হান্নান সরকার।

দল ঘোষণার পর মিরপুরে সংবাদ সম্মেলনে হান্নান বলেন, ‘জাকের আলী অনিকের বিষয়টা... আমরা একটা জিনিস মাথায় রেখেছি, কন্ডিশন ও প্রতিপক্ষ। সেই জায়গা থেকে আমরা পাকিস্তানে ৫ জন পেসার নিয়ে গিয়েছিলাম। এবার আমরা একজন পেসার কমিয়েছি। ওই জায়গায় একজন ব্যাটসম্যান বাড়িয়েছি, মিডল-অর্ডার স্পেশালিস্ট। আমাদের টিম কম্বিনেশনে মনে হয়, মিডল-অর্ডারে একটা বিকল্প বাড়ান দরকার, কন্ডিশন ও প্রতিপক্ষ বিবেচনায়। তাই ব্যাটসম্যান বাড়িয়েছি।’

ঘরোয়াতেও পরীক্ষিত ক্রিকেটার জাকের, মনে করেন হান্নান। তিনি বলেন,‘আমাদের সবগুলো পরিকল্পনায় (শাহাদাত হোসেন) দীপু ছিল। একটা জিনিস লক্ষ্য করবেন, দীপু যে ম্যাচগুলো খেলেছে তখন সাকিব বা মুশফিকের কেউ একজন সবসময় ছিল না। কেউ একজন অনুপস্থিত ছিল, তখন ম্যাচগুলোতে দীপু সুযোগ পেয়েছে এবং খারাপ-ভালো মিলিয়েই খেলেছে। আমি বলব না খুব ভালো খেলেছে বা খুব খারাপ খেলেছে।’

তিনি আরও বলেন, ‘সাম্প্রতিক পারফরম্যান্সটা আমরা এদিকে বিবেচনায় নিয়েছি। দীপু অস্ট্রেলিয়া গিয়েছে, পাকিস্তান গিয়েছে। দুইটা করে চার দিনের ম্যাচ খেলেছে। খুব ছন্দে নেই। একজন ক্রিকেটার যখন আন্তর্জাতিক ক্রিকেট খেলতে যাবে, তার ছন্দটা খুব গুরুত্বপূর্ণ। সেই জায়গা থেকে দীপু আমাদের ভবিষ্যৎ ক্রিকেটার। এনসিএল শুরু হচ্ছে, সে সেটার জন্য তৈরি হচ্ছে। দীপু খুব কাছ থেকেই আমাদের পরিকল্পনায় রয়েছে। ’

(ঢাকাটাইমস/১২সেপ্টেম্বর/এনবিডব্লিউ)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

ক্রিকেটারদের ধরে রাখতে বিশেষ উদ্যোগ নিয়েছে ওয়েস্ট ইন্ডিজ

স্বাধীনভাবে ফ্র্যাঞ্চাইজি লিগে খেলতে কেন্দ্রীয় চুক্তি ছাড়লেন শামসি

রবিবার ফাইনালে মুখোমুখি হচ্ছে ব্রাজিল-আর্জেন্টিনা

বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে নামার আগেই দুঃসংবাদ আর্জেন্টিনা শিবিরে

৩ ভাইকে সঙ্গে নিয়ে বিয়ের পিঁড়িতে রশিদ খান

দেশের মাটিতেই শেষ টেস্ট খেলবেন সাকিব, চাওয়া আসিফের

এক দশক পর বিশ্বকাপে বাংলাদেশের জয়, যা বললেন অধিনায়ক

টি-টোয়েন্টি বিশ্বকাপে উদ্বোধনী ম্যাচে জয় পেল বাংলাদেশের মেয়েরা

ইউআইটিএস ইন্টার-ডিপার্টমেন্ট ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত, শিরোপা ইংলিশ ফ্যালকনের

অলরাউন্ডারদের র‍্যাঙ্কিংয়ে শীর্ষ পাঁচে মিরাজ

এই বিভাগের সব খবর

শিরোনাম :