সাইবার মামলা থেকে অব্যাহতি পেলেন বিএনপি নেতা আলাল

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১২ সেপ্টেম্বর ২০২৪, ১৯:৩২
অ- অ+

খুলনা মহানগর আওয়ামী লীগ নেতার দায়ের করা সাইবার নিরাপত্তা আইনের মামলা থেকে অব্যাহতি পেয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল।

বৃহস্পতিবার খুলনা সাইবার আদালত সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালকে এ অব্যাহতি দেন। এর আগে এ মামলায় প্রায় প্রতিমাসে আলালকে ঢাকা থেকে খুলনা যেতে হতো হাজিরা দেওয়ার জন্য। তবে এই মামলায় পুলিশ কোনো স্বাক্ষী পায়নি, কোনো আলামত পায়নি মর্মে এই খালাস দেওয়া হয়।

২০২১ সালের ডিসেম্বরে খুলনা মহানগর নেতা ও সদর থানা আওয়ামী লীগ সভাপতি সাইফুল ইসলাম মামলাটি করেছিলেন।

সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালের বিরুদ্ধে তিন শতাধিক রাজনৈতিক মামলা রয়েছে। দ্বাদশ নির্বাচনের আগে এর মধ্যে একটি মামলায় তাকে তিন বছরের সাজা প্রদান করেন ঢাকার একটি আদালত। এছাড়া বিগত ষোল বছরের বিভিন্ন সময়ে প্রায় ছয় বছর কারাগারে কাটিয়েছেন পরিচ্ছন্ন এই রাজনৈতিক নেতা।

ঢাকাটাইমস/১২সেপ্টেম্বর/জেবি

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
লঙ্কান ঘূর্ণিতে ৫ রানের ব্যবধানে ৭ উইকেট হারাল বাংলাদেশ
ডিপ্লোমাধারীদের সিডিসি প্রদানের সিদ্ধান্ত বাতিলসহ ৫ দাবিতে মেরিনার্স কমিউনিটির মানববন্ধন
কুমিল্লার পৃথক সড়ক দুর্ঘটনায় ৩ জনের মৃত্যু
বেনাপোলে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা