রাজনৈতিক দলগুলোর মধ্যেও ইতিবাচক পরিবর্তন জরুরি: মান্না

নারায়ণগঞ্জ প্রতিনিধি, ঢাকা টাইমস
 | প্রকাশিত : ১২ সেপ্টেম্বর ২০২৪, ২২:০২

চব্বিশের গণঅভ্যুত্থানের পর পরিবর্তনের ধারার সঙ্গে রাজনৈতিক দলগুলোর মধ্যে ইতিবাচক পরিবর্তন আনা প্রয়োজন উল্লেখ করে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, ‘আমরা মনে করি, রাজনৈতিক দলগুলোর প্রয়োজন পরিবর্তিত ধারাকে বোঝা এবং সবার সাথে থেকে ইতিবাচক পরিবর্তনকে ধারণ করা।’

মান্না আরও বলেন, ‘শিক্ষার্থীদের মধ্যে জীবন বাজি রাখার প্রবণতা কোথা থেকে তৈরি হলো তা বুঝতে হবে। তারা যা করতে পেরেছে, তা রাজনৈতিক দলগুলো পারেনি। তারা ক্লান্তিকর, অপমানজনক জীবনের চাইতে সাহস দেখিয়ে মরতে রাজি ছিল। ওই সাহস দেখিয়ে তারা জিতেছে।’

বৃহস্পতিবার দুপুরে নারায়ণগঞ্জ প্রেসক্লাবে অনুষ্ঠিত ‘ছাত্র-জনতার অভ্যুত্থান পরবর্তী আজকের বাংলাদেশ’ শীর্ষক এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

ডাকসুর সাবেক এই ভিপি বলেন, ‘ওদের কথা স্পষ্ট, আমরা পুরোনো ধারা দেখতে চাই না, নতুন জিনিস দেখতে চাই। সুতরাং আপনার দৃষ্টিটাও সেরকম করতে হবে। দৃষ্টিভঙ্গিকে পরিবর্তনশীল প্রবাহের সাথে মেলাতে হবে। আগের কালচার দিয়ে হবে না।’

অন্তর্বর্তী সরকারের কাছে বিএনপির রোডম্যাপ দাবির প্রসঙ্গে মাহমুদুর রহমান বলেন, ‘এখন বেশি চাপাচাপির সময় নয়। অন্তর্বর্তী সরকারকে কাজ করার সময় দেওয়া উচিত। একটি গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের জন্য রোডম্যাপ প্রয়োজন আছে। তবে সেটা বাড়াবাড়ি সময় পর্যন্ত দেওয়া যাবে না। দেশটা কীভাবে গড়ে উঠবে, সেটা রাজনীতিকদের হাতেই ছেড়ে দিতে হবে। এখন পলিটিকসে মাসল, মানি চলবে না। এখন যারা দখলবাজি করছেন, তারা আখেরে ক্ষতিগ্রস্ত হচ্ছেন।’

নাগরিক ঐক্যের নারায়ণগঞ্জ জেলার আহ্বায়ক ইকবাল কবিরের সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য দেন নাগরিক ঐক্যের সাধারণ সম্পাদক শহিদুল্লাহ কায়সার, সাংগঠনিক সম্পাদক আব্দুর রহমান, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোশাহিদ আহাম্মেদ, কেন্দ্রীয় সদস্য আনিসুর রহমান খসরু, শিউলি সুলতানা প্রমুখ।

ছাত্র-জনতার এই আন্দোলনের সাথে বায়ান্ন, ঊনসত্তর কিংবা এরশাদবিরোধী আন্দোলনের কোনো মিল নেই মন্তব্য করে মান্না বলেন, ‘এটি এমন একটা আন্দোলন, যার কোনো নেতৃত্বই নেই, কাঠামো নেই, কিন্তু আন্দোলন হয়েছে এবং তারা জিতেছে।’

অন্তবর্তীকালীন সরকারকে সময় দেওয়া উচিত উল্লেখ করে মান্না বলেন, ‘ড. ইউনুস বলেছেন— দেশ গড়া একটি রাজনৈতিক বিষয়। দেশটাকে যে রাজনৈতিকভাবেও সাজাতে হয়, এই বিষয়টা নিয়ে তাদের কিছু ঘাটতি থাকতে পারে। প্রশাসন ও অন্যান্য বিষয়গুলো সাজাতে তাদের সময় লাগতে পারে। এখানে একটি রাজনৈতিক সরকার হলেও সময় লাগতো। গতকাল প্রধান উপদেষ্টা বিভিন্ন ক্ষেত্রে সংস্কারের কথা বলেছেন। তিনি বলেছেন অক্টোবর থেকে কাজ শুরু করবেন, তিন মাসের মধ্যে রিপোর্ট করে অন্যান্য অংশীদারদের সাথে কথা বলে যতটুকু সম্ভব ঐক্যমতের ভিত্তিতে নির্বাচন করবেন।’

‘আবারও যাতে স্বৈরাচার ফিরে আসতে না পারে সেজন্য সংবিধানের সংশোধন করতে হবে। সংবিধানের যে অংশ স্বৈরাচারকে স্থায়ী হবার সুযোগ দেয়, তার পরিবর্তন জরুরি’ যোগ করেন মান্না।

(ঢাকাটাইমস/১২সেপ্টেম্বর/এসআইএস)

সংবাদটি শেয়ার করুন

রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজনীতি এর সর্বশেষ

এবার আওয়ামী লীগের তৃণমূলে গ্রেপ্তার আতঙ্ক

সাবেক রাষ্ট্রপতি বদরুদ্দোজা চৌধুরী মারা গেছেন

খুনী হাসিনার বিচার না হলে শহীদদের আত্মা শান্তি পাবে না: বিএনপি নেতা হামিদ

সোহেল রানার ইনসাফ পার্টি নিয়ে যা বলল ‘বাংলাদেশ জাস্টিস পার্টি’

ভারতে বসে দেশ ও জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র করছে শেখ হাসিনা: এ্যানি

এমন কিছু করা যাবে না যাতে দলের মর্যাদা ক্ষুণ্ন হয়: যুবদল সভাপতি

বোয়ালমারীতে গণমাধ্যমকর্মীদের সঙ্গে বিএনপি নেতা খন্দকার নাসিরের মতবিনিময়

শেখ হাসিনার পরিণতি থেকে আমাদের শিক্ষা নিতে হবে: জামায়াত আমীর 

শেখ হাসিনার ১৭ বছরের সকল অপকর্মের বিচার করতে হবে: এসএম জিলানী

শনিবার বিকালে প্রধান উপদেষ্টার সঙ্গে এবি পার্টির বৈঠক

এই বিভাগের সব খবর

শিরোনাম :