ঘাটাইলে কিশোরের রক্তাক্ত মরদেহ উদ্ধার

ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি, ঢাকা টাইমস
 | প্রকাশিত : ১৩ সেপ্টেম্বর ২০২৪, ১১:৩৮

টাঙ্গাইলের ঘাটাইলে শামিম হোসেন (১৪) নামে এক কিশোরের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার সকাল ৮টায় উপজেলার ২ নং ঘাটাইল সদর ইউনিয়নের কাইতকাই গ্রামের আক্তারের বাড়ির পালান থেকে মরদেটি উদ্ধার করা হয়।

নিহত শামিম ঘাটাইল পৌরসভার ১ নং ওয়ার্ডের ভানিকাত্রা গ্রামের ভ্যান চালক আব্দুল করিমের ছেলে। সে কিছুদিন স্থানীয় ঝরকা বাজারে একটি মুরগির দোকানের কর্মচারী ছিল।

ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রকিবুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, শুক্রবার সকালে উপজেলার ২নং ঘাটাইল সদর ইউনিয়নের কাইতকাই গ্রামের আক্তারের বাড়ির আঙ্গিনায় ধানক্ষেত সংলগ্ন মরদেহটি দেখতে পায় স্থানীয়রা। ছেলেটির মাথায় আঘাতের চিহ্ন ও রক্তাক্ত অবস্থায় ছিল সে। পাশেই পড়ে ছিল ইট। পরে খবর পেয়ে মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহতের মা শেফালি বেগম জানান, ‘বৃহস্পতিবার রাতে আমার ছেলে মোবাইল নিয়ে বাড়ি থেকে বের হয়ে আর ফেরেনি। আমি আমার ছেলে হত্যার বিচার চাই।’

পৌরসভার ১নং ওয়ার্ডের কাউন্সিলর মো. বিসা মিয়া জানান, ‘শামিম এলাকায় মাঝেমধ্যে বিভিন্নজনের গাছের নারিকেল ও ফল চুরি করতো। এর আগে কয়েকবার চুরি করে ধরাও পড়েছে। এ সংক্রান্ত ঘটনা ঘটতে পারে।’

স্থানীয় ২নং ঘাটাইল সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মিজানুর রহমান বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। আক্তারের বাড়িতে কেউ থাকে না। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে কেউ শামিমকে সেখানে নিয়ে ইট দিয়ে মাথায় আঘাত করে হত্যা করে চলে গেছে।’

ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রকিবুল ইসলাম বলেন, ‘মরদেহ উদ্ধার করে মর্গে পাঠিয়েছি। ময়নাতদন্তের পরে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। এ বিষয়ে আইনগত ব্যাবস্থা প্রক্রিয়াধীন।’

(ঢাকাটাইমস/১৩সেপ্টেম্বর/এজে)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :