আমিরাত থেকে ফিরলেন আরও ২৬ জন, বিমানবন্দরে ফুলেল শুভেচ্ছায় সিক্ত

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
| আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২৪, ১৮:০৫ | প্রকাশিত : ১৩ সেপ্টেম্বর ২০২৪, ১৭:৪৭
বিমানবন্দরে আগতদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ, সারজিস আলম ও তানভীর

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমর্থনে সংযুক্ত আরব আমিরাত থেকে আওয়মী লীগ সরকারবিরোধী বিক্ষোভে অংশ নেওয়া ৫৭ বাংলাদেশির আরও ২৬ জন দেশে ফিরেছেন ।

শুক্রবার দুপুরে ইন্ডিগো এয়ারলাইন্সের বিমানযোগে ঢাকায় অবতরণ করেন তারা। এ নিয়ে দুই দফায় আমিরাত থেকে দণ্ডিতদের ৪২ জন দেশে ফিরলেন। তারা সবাই বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের অনুরোধে সাধারণ ক্ষমা প্রাপ্ত হয়েছেন।

বিমানবন্দরে আগত প্রবাসী বাংলাদেশিদের স্বাগত জানাতে ভিড় করেন স্বজন ও উৎসুক জনতা। এসময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ, সারজিস আলম ও তানভীর ফিরে আসা প্রবাসীদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান। পরে উপস্থিত সাংবাদিকদের সামনে নিজেদের প্রতিক্রিয়া ব্যক্ত করেন প্রবাসীরা। এসময় তারা আবেগাপ্লুত হয়ে পড়েন।

এর আগে দণ্ড ক্ষমা পাওয়াদের মধ্যে প্রথম ধাপে গত শনিবার (৭ সেপ্টেম্বর) দেশে আসেন ১৪ জন।

গত ৩ সেপ্টেম্বর দণ্ডিত ৫৭ জন প্রবাসী বাংলাদেশিকে ক্ষমা করেন দেশটির প্রেসিডেন্ট মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান। সেদিন প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে জানানো হয়, সংযুক্ত আরব আমিরাতের ফেডারেল আদালতে এর আগে দোষী সাব্যস্ত হয়ে বিভিন্ন মেয়াদে দণ্ড পাওয়া ৫৭ বাংলাদেশিকে সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান ক্ষমা করেছেন। শিগগিরই তাদের বাংলাদেশে পাঠানো হবে।

সংযুক্ত আরব আমিরাতের সংবাদমাধ্যম গালফ নিউজের প্রতিবেদনে বলা হয়, দেশটির প্রেসিডেন্টের নির্দেশের সঙ্গে সংগতি রেখে অ্যাটর্নি জেনারেল চ্যান্সেলর ড. হামাদ আল শামসি সাজা বাস্তবায়ন বন্ধ করার ও নির্বাসন প্রক্রিয়া শুরুর আদেশ জারি করেছেন। এরপরই বাংলাদেশিদের দেশে ফেরার অনুমতি দেয় আমিরাত সরকার।

(ঢাকাটাইমস/১৩সেপ্টেম্বর/এসআইএস)

সংবাদটি শেয়ার করুন

জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

জাতীয় এর সর্বশেষ

২০২৩ সালের সিআইপি কার্ড বাতিল করল সরকার

উৎসবমুখর পরিবেশে দেশে দুর্গাপূজা উদযাপন: পররাষ্ট্র মন্ত্রণালয়

যৌথ অভিযানে ৩১৮ অস্ত্র উদ্ধার, গ্রেপ্তার ১৭৪

শিক্ষক নিবন্ধন পরীক্ষায় পাস করলেন শহীদ আবু সাঈদ

সেই নির্বাহী ম্যাজিস্ট্রেট ঊর্মির দেশত্যাগে নিষেধাজ্ঞা দিতে চিঠি

সেনাবাহিনীতে নতুন দুই লেফটেন্যান্ট জেনারেল, ডিজিএফআইতে নতুন ডিজি

বিচারপতি গোলাম মর্তূজাকে চেয়ার‌ম্যান করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পুনর্গঠন

জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের মহাপরিচালক মুনীরা সুলতানা

রাখাইনে ‘গ্র্যান্টেড নিরাপদ অঞ্চল’ তৈরিতে জাতিসংঘের প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান

দুই মাস ২৭ দিনেই চালু হচ্ছে মেট্রোরেলের মিরপুর-১০ স্টেশন

এই বিভাগের সব খবর

শিরোনাম :