ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ১৯৬ জন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৩ সেপ্টেম্বর ২০২৪, ১৯:৪৪
অ- অ+
ফাইল ছবি

২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ১৯৬ জন। তবে। তবে বৃহস্পতি থেকে শুক্রবার সকাল পর্যন্ত এই পরিসংখ্যানে কারো মৃত্যুর খবর পাওয়া যায়নি।

সেপ্টেম্বরের ১৩ দিনে ৫ হাজার ২০০ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন। এরমধ্যে আগের দিনের একজনসহ এ মাসে মৃত্যু হয়েছে ২০ জনের।

বিকালে গণমাধ্যমে পাঠনো স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী শুক্রবার সকাল পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় ঢাকা মহানগরের হাসপাতালগুলোতে ডেঙ্গু নিয়ে ১০৩ জন ভর্তি হয়েছেন।

এর বাইরে ঢাকা বিভাগে ৩৭ জন, চট্টগ্রাম বিভাগে ৩৩, খুলনা বিভাগে ১৪, রাজশাহী বিভাগে ৭ জন এবং রংপুর বিভাগে দুইজন রোগী ভর্তি হয়েছেন।

সবমিলিয়ে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ১৮ হাজার ৪১ জন। এদের মধ্যে ১০৩ জনের মৃত্যু হয়েছে।

এছাড়াও স্বাস্থ্য অধিদপ্তর জানায়, দেশের বিভিন্ন হাসপাতালে শুক্রবার সকাল পর্যন্ত ১ হাজার ৭৪৫ জন ডেঙ্গু রোগী চিকিৎসা নিচ্ছিলেন। তাদের মধ্যে ঢাকায় ভর্তি ছিলেন ১ হাজার ১২৬ জন; ঢাকার বাইরে এ সংখ্যা ৬১৯।

চলতি বছরের জানুয়ারিতে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন ১ হাজার ৫৫ জন, যাদের মধ্যে ১৪ জনের মৃত্যু হয়েছে। ফেব্রুয়ারিতে হাসপাতালে ভর্তি হন ৩৩৯ জন, তাদের মধ্যে মৃত্যু হয়েছে তিনজনের।

(ঢাকাটাইমস/১৩সেপ্টেম্বর/এসআইএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সাবেক সিইসিকে জুতাপেটা-লাঞ্ছিত, স্বেচ্ছাসেবক দল নেতা আটক
মোহাম্মদপুরে ‘পাটালি গ্রুপে’র সদস্য ইয়াসিন গ্রেপ্তার
আবারও বাড়ল গুম কমিশনের মেয়াদ
কাতার ও ইরাকের মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা!
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা