গণতান্ত্রিক ছাত্রশক্তির সব কার্যক্রম স্থগিত ঘোষণা
ছাত্র অধিকার পরিষদ থেকে বের হয়ে গঠিত ছাত্র সংগঠন ‘গণতান্ত্রিক ছাত্রশক্তি’র সব কমিটি ও কার্যক্রম স্থগিত ঘোষণা করা হয়েছে।
শুক্রবার রাতে গণতান্ত্রিক ছাত্রশক্তির ফেসবুক পেজ থেকে সংগঠনটির কার্যক্রম স্থগিতের ঘোষণা দেওয়া হয়। সংগঠনটির সদ্য স্থগিত ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সদস্যসচিব আবু বাকের মজুমদার বিষয়টি নিশ্চিত করেছেন।
ডাকসুর সাবেক সমাজসেবা সম্পাদক আখতার হোসেনের নেতৃত্বে গত বছরের ৪ অক্টোবর আত্মপ্রকাশ করে গণতান্ত্রিক ছাত্রশক্তি।
অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম এই সংগঠনের কেন্দ্রীয় সদস্যসচিব পদে এবং ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ এ সংগঠনের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক ছিলেন।
এছাড়াও সম্প্রতি গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অধিকাংশ সমন্বয়ক এই ছাত্র সংগঠনের বিভিন্ন পদে ছিলেন।
(ঢাকাটাইমস/১৪সেপ্টেম্বর/এসকে/এমআর)