মোহাম্মদপুরে র্যাবের অভিযানে ৩০০টি গুলিসহ দুই পিস্তল উদ্ধার

রাজধানীর মোহাম্মদপুর থানাধীন রায়ের বাজার এলাকা থেকে ৩০০টি গুলিসহ দুটি পিস্তল উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। অবৈধ অস্ত্র উদ্ধার অভিযানের অংশ হিসেবে শনিবার সন্ধ্যায় রায়েরবাজার বুদ্ধিজীবী কবরস্থান এলাকা থেকে অস্ত্র ও গোলাবারুদগুলো উদ্ধার করে র্যাব-২ এর একটি দল।
র্যাব-২ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) শিহাব করিম এ তথ্য নিশ্চিত করেছেন।
শিহাব করিম জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র্যাব দুস্কৃতিকারী ও স্বার্থান্বেষী মহলের অপতৎপরতার সঙ্গে জড়িতদের আইনের আওতায় নিয়ে আসতে নজরদারি অব্যাহত রেখেছে।
(ঢাকাটাইমস/১৪সেপ্টেম্বর/এলএম)

মন্তব্য করুন