সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করলে কঠিন জবাব দেওয়া হবে: জামায়াত নেতা শাহাজাহান

লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি, ঢাকা টাইমস
 | প্রকাশিত : ১৫ সেপ্টেম্বর ২০২৪, ২০:২৪

অন্তবর্তীকালীন সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করলে কঠিন জবাব দেওয়া হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসের শুরা সদস্য ও চট্টগ্রাম মহানগরীর আমীর শাহাজাহান চৌধুরী।

রবিবার দুপুরে চট্টগ্রামের লোহাগাড়ায় চুনতীর ১৯ দিনব্যাপী ৫৪তম আন্তর্জাতিক মাহফিলে সীরাতুন্নবীর (সা.) উদ্বোধনী দিবসের আলোচনায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ হুঁশিয়ারি উচ্চারণ করেন।

তিনি বলেন, ‘অন্তবর্তীকালীন সরকারকে দুর্বল মনে করবেন না, বর্তমান সরকারের পেছনে দেশের ২০ কোটি মানুষের সমর্থন রয়েছে, কোনো ধরনের ষড়যন্ত্র করলে ছাত্র জনতাকে সঙ্গে নিয়ে কঠিন জবাব দেওয়া হবে। দেশের তৌহিদী জনতা বর্তমানে ঐক্যবদ্ধ, পতন হওয়া স্বৈরাচারী সরকার পালিয়ে যাওয়ায় সুযোগ পেয়েছে, কিন্তু ষড়যন্ত্রকারীদের পালিয়ে যাওয়ার সুযোগ দেওয়া হবে না।’

মাহফিল মোতাওয়াল্লী কমিটির সভাপতি মাওলানা মুহাম্মদ হাফিজুল ইসলাম আবুল কালাম আজাদ ও লোহাগাড়া কলাউজান শাহ্ রশিদিয়া ফাজিল মাদ্রাসার সাবেক শিক্ষক মাওলানা গোলাম রাসূল কমরির সভাপতিত্বে মাহফিলে সীরাতুন্নবীর উদ্বোধোন করেন আন্দরকিল্লা শাহী জামে মসজিদের খতিব মাওলানা সাইয়্যিদ আনোয়ার হোছাইন তাহের জাবেরী আল মাদানী।

এসময় বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি এস এম লুৎফর রহমান, বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম দক্ষিণ জেলার সেক্রেটারি অধ্যক্ষ বদরুল হক, লোহাগাড়া উপজেলা জামায়াতের আমীর অধ্যক্ষ আসাদুল্লাহ ইসলামাবাদী, উপজেলা পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান অধ্যাপক নুরুল আবছার, বনফুলের ব্যবস্থাপনা পরিচালক এম এ শুক্কর, মাহফিল মোতয়াল্লী কমিটির সাংগঠনিক সম্পাদক মাওলানা আব্দুল মালেক মুহাম্মদ ইবনে দিনার নাজাত, চুনতি হাকিমিয়া অনার্স মাস্টার্স মাদরাসার অধ্যক্ষ মাওলানা ফারুক হোসাইন ও সাবেক অধ্যক্ষ হাফিজুল হক নিজামী প্রমুখ উপস্থিত ছিলেন।

(ঢাকাটাইমস/১৫সেপ্টেম্বর/পিএস)

সংবাদটি শেয়ার করুন

সারাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :