মুগদায় যুবককে কুপিয়ে হত্যার ঘটনায় গ্রেপ্তার ২

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
 | প্রকাশিত : ১৫ সেপ্টেম্বর ২০২৪, ২১:৫৫

রাজধানীর মুগদায় ছুরিকাঘাতে একই পরিবারের একজন নিহত ও দুইজনকে কুপিয়ে আহত করার ঘটনায় জড়িত দুইজনকে গ্রেপ্তার করেছে র‍্যাব। গ্রেপ্তারকৃতরা হলেন, মো. আব্দুর রহিম (২৬) ও সীমান্ত হোসেন রাহাতকে (২১)।

রবিবার সন্ধ্যায় মুগদা এলাকা থেকে তাদেরকে র‍্যাব-৩ এর একটি দল গ্রেপ্তার করে বলে জানিয়েছেন র‍্যাব-৩ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার মোহাম্মদ ফয়জুল ইসলাম।

গত শুক্রবার রাতে মুগদা থানাধীন উত্তর মান্ডার প্রধান সড়কে বাগবিতণ্ডার জের ধরে তিন ভাই আশিক এলাহী সাকিল (২৮), আশিক পারভেজ সুজন (৩৮) ও মো. শামসের (২৪) ওপর হামলা করলে ওইদিন রাতে মারা যান সাকিল। এই ঘটনায় পর মুগদা থানায় হত্যা মামলা দায়ের করেন নিহতের পিতা মো. ওমর ফারুক।

গ্রেপ্তারকৃত আসামিদের জিজ্ঞাসাবাদের বরাতে র‍্যাব জানায়, শুক্রবার রাত ১০ টার দিকে মুগদা থানাধীন উত্তর মান্ডার প্রধান সড়কের পাশে মেঘু ব্যাপারী জামে মসজিদের সামনে গ্যাস সিলিন্ডার পরিবহনকৃত একটি গাড়ি পার্কিং করে রাখা হয়। ওই গাড়িতে অজ্ঞাতনামা একজন ব্যক্তির মোটরসাইকেল ধাক্কা লেগে মোটর সাইকেল ক্ষতিগ্রস্ত হয়। এ সময় মোটর সাইকেল এর মালিক নিহত ভিকটিম আশিক এলাহী সাকিলের পিতার দোকানের কর্মচারী মো. খোকন (৪৫) এর সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়ার এক পর্যায়ে তাকে লাঠি দিয়ে এলোপাতাড়ি আঘাত করতে থাকে। পরবর্তীতে মো. খোকনের চিৎকার শুনে ভিকটিম আশিক এলাহী সাকিল ও তার দুই ভাই আশিক পারভেজ সুজন ও মো. শামস এগিয়ে আসলে সেখানে আরও ৪০/৫০ জন অজ্ঞাত ব্যক্তি জড়ো হয়।

কিন্তু সবার মধ্যেই মুগদা এলাকার সীমান্ত হোসেন রাহাত ও মোহাম্মদ রাহিম হোসেন ও তার সহযোগীরা বিক্ষিপ্তভাবে খোকনকে আঘাত করতে থাকে। এ সময় খোকনকে রক্ষা করতে গেলে আসামি সীমান্ত হোসেন রাহাত ও মোহাম্মদ রাহিম হোসেন ঘটনা স্থলের পাশে থাকা কসাইয়ের দোকান হতে চাপাতি, ছুরি ও রড় নিয়ে ভিকটিম নিহত আশিক এলাহী সাকিলের ঘাড়ে আঘাত করে গুরুতর জখম করলে ভিকটিমকে রক্ষা করতে গেলে তার দুই ভাই আশিক পারভেজ সুজন ও মো. শামসকে কুপিয়ে জখম করলে তাদের চিৎকারে এলাকাবাসী এগিয়ে আসলে আসামিরা পালিয়ে যায়।

পরবর্তীতে স্থানীয় লোকজনের সহযোগিতায় সাকিল, সুজন ও শামসকে মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়া গেলে কর্তব্যরত ডাক্তার সাকিলের অবস্থার অবনতি দেখে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। পরবর্তীতে সাকিলকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক রাত ১১ টার দিলে তাকে মৃত ঘোষণা করে।

নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, ওই ঘটনায় গুরুতর আহত আশিক পারভেজ সুজন বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মুমূর্ষু অবস্থায় চিকিৎসাধীন রয়েছে।

গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থাগ্রহণ করা হয়েছে বলে জানায় র‌্যাব।

(ঢাকাটাইমস/১৫সেপ্টেম্বর/এলএম/এমআর)

সংবাদটি শেয়ার করুন

অপরাধ ও দুর্নীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

অপরাধ ও দুর্নীতি এর সর্বশেষ

পল্লবীতে ইমন হত্যা: যুবলীগ নেতা মোহাম্মদ ওয়াসিম গ্রেপ্তার

বনশ্রীতে মিজানুর হত্যা: সাবেক ওয়ার্ড কাউন্সিলর আজিজুল হকসহ গ্রেপ্তার দুই

শুল্ক ফাঁকি দিয়ে আসা প্রায় ৬ কোটি টাকার কাপড় জব্দ

হিযবুত তাহরীরের মিডিয়া সমন্বয়কারী সেলিম গ্রেপ্তার

বিপুল সম্পদ গড়েছেন পদত্যাগী অধ্যক্ষ, দুদকে অভিযোগ

পল্টন থেকে অপহৃত ব্যবসায়ী রাজশাহীতে উদ্ধার, অপহরণকারী গ্রেপ্তার

পল্টন থানা আওয়ামী লীগের সভাপতি আবুল গ্রেপ্তার

গোয়ালন্দে চরমপন্থী নেতা হত্যাকাণ্ডে ৪ জন গ্রেপ্তার

ছাত্র-জনতার ওপর হামলা: সাবেক এমপি আবুল কালাম আজাদ গ্রেপ্তার

বিএনপি কর্মীকে হত্যার অভিযোগে শেখ হাসিনাসহ ২৫৬ জনের বিরুদ্ধে মামলা

এই বিভাগের সব খবর

শিরোনাম :