বৈষম্যবিরোধী আন্দোলন: রিয়াদে আটকাদেশ শেষ হলেও কারাগারে বন্দি রেমিটেন্স যোদ্ধা মেহেদী

মেঘনা (কুমিল্লা) প্রতিনিধি
  প্রকাশিত : ১৬ সেপ্টেম্বর ২০২৪, ০৯:০১| আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২৪, ০৯:০৩
অ- অ+

কোটা আন্দোলন চলাকালে বাংলাদেশে শত শত শিক্ষার্থীকে যখন গুলি করে হত্যা করা হচ্ছিল, প্রতিবাদে ফেটে পড়েছিল সৌদি আরবে বসবাসরত একদল রেমিটেন্স যোদ্ধা। তাদের অগ্রভাগে ছিলেন রিয়াদে কর্মরত মেঘনা উপজেলার জয়পুর গ্রামের নজরুল ইসলামের একমাত্র ছেলে মেহেদী হাসান।

রাস্তায় নেমে এবং সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে কোটা আন্দোলনকারীদের পক্ষে দাঁড়ানোয় প্রবাসে থাকা আওয়ামী লীগ সমর্থকদের ষরযন্ত্রে রিয়াদের পুলিশ মেহেদীকে গ্রেপ্তার করে। সৌদিতে এমন প্রতিবাদ নিষিদ্ধ থাকায় এবং অবস্থা বিবেচনায় মেহেদীকে ২১ দিনের আটকাদেশ দেন দেশটির আদালত। কিন্তু দেড় মাস পেরিয়ে গেলেও রিয়াদের আজিজিয়া থানাধীন একটি জেলখানায় এখনো বন্দি মেহেদী। মুক্তির পরও নির্বিচারে আটক থাকায় তার জীবন অনিশ্চয়তায় পড়ে গেছে। তার আকামা মেয়াদোত্তীর্ণ হওয়ায় এই মুহূর্তে রিয়াদে বাংলাদেশ দুতাবাসের সহযোগিতা চাইছে পরিবারটি।

এ বিষয়ে কানাডা প্রবাসী কামাল উদ্দিন সরকার বলেন, “একমাত্র ছেলে রিয়াদের জেলখানায় নির্বিচারে আটকে থাকায় তার মা গুরুতর অসুস্থ হয়ে পড়েছে। মেহেদী হাসানের আশু মুক্তির জন্য বাংলাদেশ সরকার তথা রিয়াদে বাংলাদেশ দুতাবাসের দৃষ্টি আকর্ষণ করেন তিনি।

(ঢাকাটাইমস/১৬সেপ্টেম্বর/এফএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
এপ্রিলের ২৯ দিনে রেমিট্যান্স এসেছে ২৬০ কোটি ৭৬ লাখ ডলার
নির্ধারিত সময়ের দুই মাস আগেই সব দেনা পরিশোধ করল পেট্রোবাংলা
ব্যবসায়িক পরিবেশ উন্নত করার জন্য যথাসাধ্য চেষ্টা করব: অর্থ উপদেষ্টা
উপদেষ্টাদের সঙ্গে পুলিশের মতবিনিময়, বিভিন্ন প্রস্তাব বাস্তবায়নের আশ্বাস
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা