ইয়ামালের জন্য প্রায় ৩ হাজার কোটি টাকার প্রস্তাবও ফিরিয়ে দিলো বার্সেলোনা

ক্রীড়া ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৬ সেপ্টেম্বর ২০২৪, ১১:৫৮
অ- অ+

সাম্প্রতিক সময়ে যে কয়জন তরুণ খেলোয়াড় ফুটবল বিশ্বে নজর কেড়েছেন তাদের মধ্যে লামিনে ইয়ামাল অন্যতম। লা মাসিয়া থেকে উঠে আসা এই বিস্ময় বালক এরমধ্যেই ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের মতো বড় মঞ্চে নিজেকে প্রমাণ করেছেন। এত অল্প বয়সেই ইয়ামাল তার খেলা দিয়ে ফুটবল–বিশ্বকে যেভাবে মাতিয়ে রেখেছেন, তাতে পরাশক্তিধর অনেক ক্লাব তাঁকে পেতে উঠেপড়ে লাগার কথা।

বার্সেলোনার এই তরুণ উইঙ্গারকে পেতে চেয়েছিল পিএসজিও। সে জন্য বার্সাকে ২৫ কোটি ইউরো (২ হাজার ৯৮৮ কোটি) দিতে চেয়েছিল প্যারিসের ক্লাবটি। কিন্তু তাদের সে প্রস্তাব শুরুতেই নাকচ করে দিয়েছে বার্সা। কাতালান ক্লাবটি ইয়ামালকে ছাড়তে রাজি হলে তা হতো দলবদলের ইতিহাসে বিশ্ব রেকর্ড। একটি পডকাস্টে এ তথ্য জানিয়েছেন ফুটবল এজেন্ট অ্যান্ডি বারা।

বার্সেলোনার বিখ্যাত যুব একাডেমি লা মাসিয়া থেকে উঠে এসেছেন ইয়ামাল। ২০২২-২৩ মৌসুমে মূল দলের হয়ে জিতেছেন লা লিগা শিরোপা। জাতীয় দলের হয়েও এ বছর জিতেছেন ইউরোর শিরোপা। স্পেনকে চ্যাম্পিয়ন করার পথে বড় অবদান ছিল এই বিষ্ময় বালকের।

চলতি বছর ইউরোপীয় ফুটবলে গ্রীষ্মকালীন দলবদলের সময়সীমা ছিল ৩০ আগস্ট পর্যন্ত। তবে বার্সেলোনাকে পিএসজি প্রস্তাবটা দিয়েছিল গত জুলাইয়ে।

ইয়ামালের জাতীয় দলের সতীর্থ দানি ওলমো, আলভারো মোরাতা ও নাচো ফার্নান্দেজের এজেন্ট অ্যান্ডি বারা এ ব্যাপারে ইনকুবাতোর নামে একটি পডকাস্টে বলেছেন, ‘একটি বিষয় আমি নিশ্চিত বলতে পারি, কয়েক মাস আগে লামিনে ইয়ামালের জন্য পিএসজি বার্সেলোনাকে বড় অঙ্কের প্রস্তাব দিয়েছিল। কিন্তু বার্সেলোনা সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেছে। চুক্তির মূল্য ২৫ কোটি ইউরোরর কাছাকাছি ছিল।’

গত বছরের অক্টোবরে বার্সার সঙ্গে চুক্তি নবায়ন করেন ইয়ামাল। এই চুক্তির মেয়াদ শেষ হবে ২০২৬ সালের ৩০ জুন। ইয়ামালের মতো প্রতিভা যেন সহজে অন্য কোনও ক্লাবে যেতে না পারেন, সে জন্য রিলিজ ধরা হয়েছে ১০০ কোটি ইউরো (১৩,২৪৮ কোটি টাকা)।

(ঢাকাটাইমস/১৫সেপ্টেম্বর/এনবিডব্লিউ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
পর্তুগালে বাংলাদেশ দূতাবাসের আয়োজনে বাংলা বর্ষবরণ  
ইসলামী বিশ্ববিদ্যালয়কে মাদকমুক্ত করতে ডোপ টেস্টের দাবি শিক্ষার্থীদের 
বকেয়া ৪৭৮ কোটি টাকা, ইউনাইটেড গ্রুপের বিদ্যুৎ কেন্দ্রের গ্যাস সংযোগ বিচ্ছিন্ন
প্রকল্প কাজে অনিয়ম-দুর্নীতি: এলজিইডির প্রধান কার্যালয়সহ ৩৬ কার্যালয়ে দুদকের অভিযান
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা