সাংহাইতে শক্তিশালী টাইফুন ‘বেবিনকা’র আঘাত, শত শত ফ্লাইট বাতিল

​​​​​​​ঢাকা টাইমস ডেস্ক
  প্রকাশিত : ১৬ সেপ্টেম্বর ২০২৪, ১২:৫৭| আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২৪, ১৩:৪২
অ- অ+

চীনের বাণিজ্যিক খাতের কেন্দ্রবিন্দু সাংহাইতে আছড়ে পড়েছে শক্তিশালী টাইফুন ‘বেবিনকা’। গত প্রায় ৭৫ বছরের মধ্যে সাংহাইতে আঘাত হানা সবচেয়ে শক্তিশালী ঝড় এটি। সোমবার (১৬ সেপ্টেম্বর) সকালে ক্যাটাগরি ১ ঝড় হিসেবে চীনের সবচেয়ে গুরুত্বপূর্ণ এই বন্দরনগরীতে আঘাত হানে টাইফুনটি। সোমবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

এদিকে দুর্যোগের কারণে সাংহাইয়ের দুটি বিমানবন্দর থেকে শত শত ফ্লাইট বাতিল করা হয়েছে। এছাড়া কিছু রেল পরিষেবাও স্থগিত করা হয়েছে।

চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে বলা হয়েছে, ১৫১ কিলোমিটার গতিতে টাইফুনটি আঘাত হেনেছে। এর আগে ১৯৪৯ সালে টাইফুন গ্লোরিয়া আঘাত হেনেছিল। ৭০ বছর পর সবশেষ বেবিনকা আঘাত হেনেছে। আঘাত হানা সাংহাই শহরে প্রায় আড়াই কোটি লোকের বসবাস।

প্রতিবেদনে বলা হয়েছে, সাংহাইতে সরাসরি শক্তিশালী টাইফুনের আঘাত অত্যন্ত দুর্লভ বিষয়। চীনের দক্ষিণাঞ্চলে সাধারণত এমনটি হয়ে থাকে। এর আগে গত সপ্তাহে চীনের হাইনান প্রদেশে সুপার টাইফুন ইয়াগি আঘাত হানে।

রয়টার্স জানিয়েছে, টাইফুনের কারণে রবিবার থেকে সাংহাইয়ের দুটি বিমানবন্দরের ফ্লাইট চলাচল বাতিল করা হয়েছে। এছাড়া শহরের একাধিক স্টেশনে রেলসেবা বন্ধ রাখা হয়েছে। দেশটিতে এমন সময়ে এ টাইফুন আঘাত হেনেছে যখন শরৎ উৎসবের জন্য তিন দিনের ছুটি চলছে।

প্রতিবেদনে বলা হয়েছে, টাইফুনের ফলে রিসোর্ট, পার্ক ও চিড়িয়াখানা বন্ধ রয়েছে। এছাড়া ফেরি চলাচলও স্থগিত রাখা হয়েছে।

এর আগে গত ৬ সেপ্টেম্বর স্থানীয় সময় বিকাল ৪টায় চীনের হাইনান দ্বীপের উত্তর-পূর্বে ২৩০ কিলোমিটারেরও বেশি বেগে আঘাত হেনেছে সুপার টাইফুন ইয়াগি। এই বছরে এশিয়ার সবচেয়ে শক্তিশালী এই ঝড় চীনের হাইনান প্রদেশের উপকূলে আঘাত হেনেছে।

(ঢাকাটাইমস/১৬সেপ্টেম্বর/কেএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ঢাকা-১৪: এস এ খালেকের উত্তরাধিকার সাজুকেই বিএনপির নির্ভরযোগ্য প্রার্থী ভাবছেন স্থানীয়রা
তেজগাঁও শিল্পাঞ্চলে ডাকাতি হওয়া বিপুল পরিমাণ সৌদি রিয়ালসহ ৭ জন গ্রেপ্তার
ডেঙ্গুতে আরও ১জনের মৃত্যু, হাসপাতালে ৩৫৮
জুনে ১৩৫টি মোবাইল উদ্ধার করেছে ১২ এপিবিএন, মালিকদের কাছে হস্তান্তর
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা