বাগমারার আলোচিত সাবেক এমপি এনামুল গ্রেপ্তার

​​​​​​​রাজশাহী ব্যুরো, ঢাকা টাইমস
 | প্রকাশিত : ১৬ সেপ্টেম্বর ২০২৪, ২০:৫৭

রাজশাহী-৪ (বাগমারা) আসনের আলোচিত সাবেক এমপি ইঞ্জিনিয়ার এনামুল হককে গ্রেপ্তার করেছে র‌্যাব।

সোমবার দুপুর ১২টার দিকে রাজধানী ঢাকার আদাবর থেকে তাকে গ্রেপ্তার করে র‌্যাব-৫ এর রাজশাহীর একটি দল।

র‌্যাব-৫ এর রাজশাহীর মোল্লাপাড়া ক্যাম্পের জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার রফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় বাগমারা থানায় করা একটি মামলা নিয়ে র‌্যাব কাজ করছিল। এনামুল হক এই মামলার এজাহারভুক্ত আসামি। তাই ঢাকায় অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়েছে।’

রফিকুল ইসলাম বলেন, আজ রাতে ‘রাজশাহী নিয়ে আসার পর এনামুল হককে বাগমারা থানায় হস্তান্তর করা হবে।’

এনা গ্রুপের চেয়ারম্যান এনামুল হক নবম, দশম ও একাদশ সংসদের সদস্য ছিলেন। তিনি বিগত আওয়ামী সরকারের আমলে দুর্নীতি করে কোটি কোটি টাকার মালিক হন বলে অভিযোগ আছে। ঋণের নামে তিনি ব্যাংক থেকেও বিপুল পরিমাণ টাকা হাতিয়ে নিয়েছেন। গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন।

(ঢাকাটাইমস/১৬সেপ্টেম্বর/পিএস)

সংবাদটি শেয়ার করুন

সারাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :