যে কারণে ব্রাজিলের স্কোয়াড ডাস্টবিনে ফেললেন বিশ্বকাপজয়ী তারকা গেরসন

ক্রীড়া ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৭ সেপ্টেম্বর ২০২৪, ১১:৩২
অ- অ+

ব্রাজিলিয়ান ফুটবল ভক্তদের কাছে খুবই চেনা একটি নাম হলো গেরসন। অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে দলে থাকা সাবেক এই তারকা পেলের সঙ্গে বিশ্বকাপ জিতেছিলেন। অনেকেই মনে করেন ৭০এ-র বিশ্বকাপজয়ী ব্রাজিল দলে পেলেরই সমান গুরুত্ব ছিল গেরসনের। ইতালিকে হারানো ফাইনালে প্রথম গোলও করেছিলেন তিনি।

বিশ্বকাপজয়ী এই তারকাই এবার ক্ষেপেছেন ব্রাজিলের বর্তমান স্কোয়াডের দিকে তাকিয়ে। বিশ্বকাপের বাছাইপর্বে প্যারাগুয়ের বিপক্ষে ব্রাজিলের হারের পর বেশ ক্ষিপ্ত বিশ্বকাপজয়ী এই তারকা। প্যারাগুয়ের বিপক্ষে সবশেষ ম্যাচে ব্রাজিল হেরেছিল ১-০ গোলের ব্যবধানে। ২০০৮ সালের পর থেকে কখনোই ৯০ মিনিটের খেলায় এই প্রতিপক্ষের বিপক্ষে হারতে হয়নি ব্রাজিলকে।

এমন হারের পর ভক্তদের মতোই ব্রাজিল দলকে নিয়ে হতাশ ব্রাজিলের বিশ্বকাপ জেতা তারকা গেরসন। ক্যামেরার সামনে ব্রাজিল দল নিয়ে কথা বলতে গিয়ে দলের ফর্মেশন নিয়ে কড়া সমালোচনা করেছেন তিনি। সেই সঙ্গে প্রকাশ্যেই বর্তমান স্কোয়াড লেখা কাগজ ফেলেছেন ডাস্টবিনের বাক্সে।

ব্রাজিলের স্কোয়াড লেখা কাগজ ছেঁড়ার সময় গেরসন বলছিলেন, ‘এই দায় কেবল খেলোয়াড়দের, আর কারোরই না। আর যে ফর্মেশন আমরা প্যারাগুয়ের বিপক্ষে দেখেছি, আমি সেটা এখানে ছুঁড়ে মারবো। আমি আর এই দল নিয়ে কোনো পরোয়াই করি না।’

সাম্প্রতিক সময়টাই অবশ্য ব্রাজিলের পক্ষে যাচ্ছে না কোনোভাবেই। বাছাইপর্বের ৮ ম্যাচে এখন পর্যন্ত তারা হেরেছে ৪ ম্যাচেই। জয় পরাজয়ের নিরিখে এটাই ব্রাজিলের বাছাইপর্বের সবচেয়ে বাজে ফলাফল। ২০০৩ থেকে ২০২২ সালের মধ্যে দক্ষিণ আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ে ৭১ ম্যাচ খেলে মাত্র ৫টিতে হেরেছিল ব্রাজিল। কিন্তু এবার ২০২৬ বিশ্বকাপ বাছাইয়ে ৮ ম্যাচ খেলেই ৪ হার।

ব্রাজিলের গণমাধ্যম জানাচ্ছে, দক্ষিণ আমেরিকান অঞ্চলের বাছাইপর্বের বিচারে এটাই ব্রাজিলের সবচেয়ে বাজে দল! এর আগে কখনোই শুরুর ৮ ম্যাচ পর্যন্ত এতটা বিধ্বস্ত ছিল না ব্রাজিল। সবশেষ এমন বিধ্বস্ত অবস্থা ছিল ২০১০ বিশ্বকাপ বাছাইয়ের আগে, কার্লোস দুঙ্গার অধীনে।

সেবারে সেবার ৮ ম্যাচ শেষে ব্রাজিলের সংগ্রহ ছিল ১৩ পয়েন্ট। ভেনেজুয়েলার বিপক্ষে নবম ম্যাচে ৪-০ গোলের জয়ে ব্রাজিলের সংগ্রহ দাঁড়িয়েছিল ১৬ পয়েন্ট। আর এবারে ৮ ম্যাচে ৪ হারের সুবাদে সেলেসাওদের সংগ্রহ ১০ পয়েন্ট।

আগামী অক্টোবরে চিলির বিপক্ষে নিজেদের নবম ম্যাচটি খেলবে দরিভালের দল। ওই ম্যাচটি জিতলে ৯ ম্যাচে ব্রাজিলের সংগ্রহ দাঁড়াবে ১৩ পয়েন্ট। ২০১০ বিশ্বকাপের বাছাইপর্বে নিজেদের ৯ম ম্যাচে জয় পেয়েছিল ব্রাজিল। সেবারে বাছাইপর্বের প্রথমভাগের ম্যাচ শেষে ব্রাজিলের সংগ্রহ ছিল ১৬। আর এবারে ১৩ হবে কি না তা নিয়েই যথেষ্ট শঙ্কা আছে।

(ঢাকাটাইমস/১৭সেপ্টেম্বর/এনবিডব্লিউ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মুক্তি পাচ্ছে সাংবাদিক দম্পতির গল্পে নির্মিত রায়হান রাফির ‘অমীমাংসিত’
নোয়াখালীতে ছুরিকাঘাতে আহত আ. লীগ নেতার মায়ের মৃত্যু  
ইসরায়েলের সঙ্গে সংঘাতের পর প্রথমবার জনসমক্ষে এলেন আয়াতুল্লাহ আলী খামেনি
মুন্সীগঞ্জে গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ড: দলিল লেখকপট্টিতে পুড়ে ছাই ২০ দোকান
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা