আশুলিয়ায় শ্রমিকদের দুই পক্ষের সংঘর্ষে নারী নিহত

সাভার প্রতিনিধি, ঢাকা টাইমস
| আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২৪, ১৪:২৩ | প্রকাশিত : ১৭ সেপ্টেম্বর ২০২৪, ১৩:৩২

সাভারের আশুলিয়ায় পোশাক শ্রমিকদের দুই পক্ষের সংঘর্ষে রোকেয়া বেগম নামে এক নারী নিহত হয়েছেন। মঙ্গলবার সকালে জিরাবো এলাকায় মাস্কট গার্মেন্টস ফ্যাক্টরির সামনে এই সংঘর্ষের ঘটনা ঘটে।

নিহত নারী শ্রমিক রোকেয়া বেগম মাস্কট গার্মেন্টসের সেলাই মেশিন অপারেটর ছিলেন। সংঘর্ষের এ ঘটনায় আরও ২৫ শ্রমিক আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে।

জানা গেছে, শ্রমিক অসন্তোষের কারণে জিরাবো এলাকার মাস্কট গার্মেন্টস ফ্যাক্টরি বেশ কয়েকদিন বন্ধ ছিল। মঙ্গলবার সকালে খুলে দেওয়ার কথা থাকায় শ্রমিকরা কারখানায় আসেন। এ সময় কাজে যোগ দেওয়া না দেওয়া নিয়ে বাগবিতণ্ডায় জড়িয়ে পড়েন তারা।

এক পর্যায়ে শ্রমিকদের দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়েন। এ সময় আহত হন রোকেয়া বেগম। তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। সংঘর্ষে অন্তত ২০-২৫ জন আহত হয়েছেন। এলাকায় বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন রয়েছে।

(ঢাকাটাইমস/১৭সেপ্টেম্বর/এজে)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :