শেখ হাসিনাসহ ১১০ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আরও ৩ অভিযোগ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৭ সেপ্টেম্বর ২০২৪, ২০:১৮
অ- অ+

বৈষম্য বিরোধী আন্দোলনে হত্যা-গণহত্যা ও নির্যাতনের অভিযোগে শেখ হাসিনাসহ ১১০ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তিন অভিযোগ দাখিল করা হয়েছে।

মঙ্গলবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর বরাবর ৩ টি অভিযোগ দাখিল করা হয়। ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী এম এইচ তামিম বিষরটি সাংবাদিকদের জানান।

অভিযোগ ১: গত ১৯ জুলাই বিকাল ৬ টায় উত্তরা ৭ নম্বর সেক্টরে ভিকটিমকে পাঁচটি গুলি করা হয়। তাতে তার মৃত্যু হয়। ভিকটিমের বাবা মো. শহিদুল মল্লিক শেখ হাসিনাসহ ৬০ জনকে আসামি করে অভিযোগটি আনেন।

অভিযোগ ২: গত ১৮ জুলাই বৃহস্পতিবার বেলা ১টা ৪৫ মিনিটে ঢাকা ময়মনসিংহ হাইওয়ে রোডে উত্তরা পূর্ব থানার বিএনএস সেন্টারের সামনে মোহাম্মদ মমিনুল ইসলাম মারজানকে গুলি করা হয়। এতে তিনি মারাত্মক আহত হন এবং তার চোখ ক্ষতিগ্রস্ত হয়। এ ঘটনায় ভিকটিম নিজেই শেখ হাসিনাসহ ২৭ জনকে আসামি করে অভিযোগটি আনেন।

অভিযোগ ৩: গত ৫ আগস্ট বিকাল ৪ টায় গাজীপুর জেলার কালিয়াকৈর মৌচাক এলাকার সন্নিকটে অবস্থিত শফিপুর আনসার ভিডিপি একাডেমির সামনে মোহাম্মদ হায়াতুল্লাহকে গুলি করে হত্যা করা হয়। ভিকটমের পিতা মো. সিরাজুল ইসলাম বাদী হয়ে শেখ হাসিনাসহ ২৩ জনের বিরুদ্ধে অভিযোগটি আনেন।

ঘটনার বিবরণে বলা হয়, ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতন হওয়ার পর ভিকটিম তার বড় ভাই সোহাগ মিয়ার সঙ্গে ঘটনাস্থল এলাকায় আনন্দ মিছিল করছিলেন। তখন ওই আনন্দ মিছিলে পুলিশ এবং আনসার বাহিনী গুলি করে। তখন মিছিলটি ছত্রভঙ্গ হয়ে যায়। গুলিতে সেখানে অনেক হতাহত হয়। তখন ভিকটিমকে পাওয়া যায়নি। ছাত্র আন্দোলনের সমন্বয়কদের সহায়তায় ঢাকায় শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে ভিকটিমের লাশ গত ১৬ আগষ্ট পাওয়া যায়।

(ঢাকাটাইমস/১৭সেপ্টেম্বর/এমআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
রেললাইনে ভিডিও করতে গিয়ে ফটোগ্রাফারের মর্মান্তিক মৃত্যু
‘সাময়িকভাবে’ ফ্লাইট বন্ধ করলো নভোএয়ার
সিরাজগঞ্জে নেশার টাকা না দেওয়ায় ছেলের মারধরে প্রাণ গেল বাবার, মা আহত
আফতাবনগরে পশুর হাট না বসানোর দাবিতে মানববন্ধন
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা