শেখ হাসিনাসহ ১১০ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আরও ৩ অভিযোগ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
 | প্রকাশিত : ১৭ সেপ্টেম্বর ২০২৪, ২০:১৮

বৈষম্য বিরোধী আন্দোলনে হত্যা-গণহত্যা ও নির্যাতনের অভিযোগে শেখ হাসিনাসহ ১১০ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তিন অভিযোগ দাখিল করা হয়েছে।

মঙ্গলবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর বরাবর ৩ টি অভিযোগ দাখিল করা হয়। ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী এম এইচ তামিম বিষরটি সাংবাদিকদের জানান।

অভিযোগ ১: গত ১৯ জুলাই বিকাল ৬ টায় উত্তরা ৭ নম্বর সেক্টরে ভিকটিমকে পাঁচটি গুলি করা হয়। তাতে তার মৃত্যু হয়। ভিকটিমের বাবা মো. শহিদুল মল্লিক শেখ হাসিনাসহ ৬০ জনকে আসামি করে অভিযোগটি আনেন।

অভিযোগ ২: গত ১৮ জুলাই বৃহস্পতিবার বেলা ১টা ৪৫ মিনিটে ঢাকা ময়মনসিংহ হাইওয়ে রোডে উত্তরা পূর্ব থানার বিএনএস সেন্টারের সামনে মোহাম্মদ মমিনুল ইসলাম মারজানকে গুলি করা হয়। এতে তিনি মারাত্মক আহত হন এবং তার চোখ ক্ষতিগ্রস্ত হয়। এ ঘটনায় ভিকটিম নিজেই শেখ হাসিনাসহ ২৭ জনকে আসামি করে অভিযোগটি আনেন।

অভিযোগ ৩: গত ৫ আগস্ট বিকাল ৪ টায় গাজীপুর জেলার কালিয়াকৈর মৌচাক এলাকার সন্নিকটে অবস্থিত শফিপুর আনসার ভিডিপি একাডেমির সামনে মোহাম্মদ হায়াতুল্লাহকে গুলি করে হত্যা করা হয়। ভিকটমের পিতা মো. সিরাজুল ইসলাম বাদী হয়ে শেখ হাসিনাসহ ২৩ জনের বিরুদ্ধে অভিযোগটি আনেন।

ঘটনার বিবরণে বলা হয়, ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতন হওয়ার পর ভিকটিম তার বড় ভাই সোহাগ মিয়ার সঙ্গে ঘটনাস্থল এলাকায় আনন্দ মিছিল করছিলেন। তখন ওই আনন্দ মিছিলে পুলিশ এবং আনসার বাহিনী গুলি করে। তখন মিছিলটি ছত্রভঙ্গ হয়ে যায়। গুলিতে সেখানে অনেক হতাহত হয়। তখন ভিকটিমকে পাওয়া যায়নি। ছাত্র আন্দোলনের সমন্বয়কদের সহায়তায় ঢাকায় শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে ভিকটিমের লাশ গত ১৬ আগষ্ট পাওয়া যায়।

(ঢাকাটাইমস/১৭সেপ্টেম্বর/এমআর)

সংবাদটি শেয়ার করুন

আদালত বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

আদালত এর সর্বশেষ

দীপ্ত টিভির কর্মকর্তা হত্যা: গ্রেপ্তার পাঁচজনের ৪ দিনের রিমান্ড

হাইকোর্টে একসঙ্গে ৫ নারী বিচারপতি নিয়োগ

শেখ হাসিনার বিরুদ্ধে সম্পাদক মাহমুদুর রহমানের মামলা 

১১ কোটির বেশি নাগরিকের তথ্য বিক্রির মামলায় তারেক বরকতউল্লাহ কারাগারে

কারাগারে সাবেক খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র, রিমান্ডে কমোডর মনিরুল

শিবলী-খোকন-বাবুর দেশত্যাগে নিষেধাজ্ঞা 

এক্সিম ব্যাংকের নজরুল রিমান্ড শেষে কারাগারে

বরখাস্ত সেই নির্বাহী ম্যাজিস্ট্রেটের বিরুদ্ধে এবার রাষ্ট্রদ্রোহ মামলা

গুম ও হত্যাচেষ্টা মামলায় আসামি শেখ হাসিনা-মমতাজ-শমী-তারানা

প্রযোজকের বিরুদ্ধে করা শাকিবের মামলা খারিজ, যাবেন আদালতে

এই বিভাগের সব খবর

শিরোনাম :