ঢাকায় অনুষ্ঠিত হলো অস্ট্রেলিয়ায় উচ্চশিক্ষা বিষয়ক এডুকেশন রোড শো

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
 | প্রকাশিত : ১৭ সেপ্টেম্বর ২০২৪, ২৩:২২

অস্ট্রেলিয়ায় উচ্চশিক্ষা গ্রহণে আগ্রহী শিক্ষার্থীদের জন্য ঢাকায় অনুষ্ঠিত হলো ‘অস্ট্রেলিয়া এডুকেশন রোড শো-২০২৪’।

মঙ্গলবার রাজধানীর গুলশানের রেনেসাঁ হোটেলে এই মেলার আয়োজন করে অস্ট্রেলিয়ান এডুকেশন টেকনোলজি কোম্পানি স্টাডিনেট।

এতে অস্ট্রেলিয়ার শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয় ও শিক্ষা প্রতিষ্ঠানগুলো অংশ নেয়। এর মধ্যে রয়েছে বিশ্ববিদ্যালয়গুলো হলো ইউনিভার্সিটি অফ অ্যাডিলেড, ম্যাককুয়ারি ইউনিভার্সিটি, ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া, ইউনিভার্সিটি অব তাসমানিয়া, ফ্লিন্ডারস ইউনিভার্সিটি, ভিক্টোরিয়া ইউনিভার্সিটি, ইসিইউ এবং ন্যাভিটাস। মেলায় ব্রিটিশ কাউন্সিল এর পক্ষ থেকে আইলটিএস এর প্রশিক্ষন ব্যাবস্থা করা হয়।

উচ্চশিক্ষার জন্য আগ্রহী বিভিন্ন স্তরের শিক্ষার্থী, স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষার্থী এবং কর্মজিবীরা অংশগ্রহণ করেন। তারা অস্ট্রেলিয়ার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সুযোগ, ভর্তির প্রক্রিয়া এবং স্কলারশিপের বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ করেন।

অস্ট্রেলিয়ায় পড়াশোনার বিভিন্ন সুযোগ সুবিধার কথা জানতে পেরে অনেকেই অস্ট্রেলিয়াতে পড়াশোনার অগ্রহ প্রকাশ করেছেন। যারা এই মেলায় উপস্থিত থাকতে পারেননি, তাদের জন্যও বিশেষ সুযোগ রেখেছে আয়োজক প্রতিষ্ঠান। স্টাডিনেটের বনানী, ধানমন্ডি এবং চট্টগ্রাম অফিসে রবিবার থেকে শুক্রবার সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত সরাসরি যোগাযোগ করে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করতে পারবেন শিক্ষার্থীরা।

আয়োজকরা জানান, স্টাডিনেটের আয়োজনে এ ধরনের মেলা শিক্ষার্থীদের জন্য আন্তর্জাতিক শিক্ষার সুযোগ সম্পর্কে সরাসরি তথ্য পাওয়ার একটি অনন্য সুযোগ হিসেবে কাজ করে, যা তাদের ভবিষ্যতের শিক্ষাজীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

​​​​​​​স্টাডিনেট দীর্ঘ ১২ বছর ধরে বাংলাদেশে অস্ট্রেলিয়ায় উচ্চশিক্ষা নিয়ে কাজ করছে। অস্ট্রেলিয়ার উচ্চশিক্ষা বিষয়ক পরামর্শ দিতে তাদের রয়েছে দেশের সবচেয়ে বড় ও দক্ষ টিম।

বাংলাদেশী শিক্ষার্থীদের অস্ট্রেলিয়াতে পড়াশোনার পথ আরও সহজ করতে অস্ট্রেলিয়ার প্রথমসারির বিশ্ববিদ্যালয়গুলোকে নিয়ে প্রতি বছরই তারা নানারকম আয়োজন করে থাকে। যার অংশ হিসাবেই এই এডুকেশন রোড শো আয়োজন করা হয়েছে বলে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে।

(ঢাকাটাইমস/১৭সেপ্টেম্বর/এসআইএস)

সংবাদটি শেয়ার করুন

শিক্ষা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিক্ষা এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :