দুর্গাপূজায় ভারতে ইলিশ পাঠানোর পক্ষে নির্মাতা ফারুকী
দুর্গাপূজা এলেই প্রতি বছর টন টন ইলিশ যেত ভারতে। সাবেক প্রধান শেখ হাসিনা উপহার হিসেবে এগুলো পাঠাতেন। তবে এবারের পূজায় ইলিশ যাচ্ছে না ভারতে। অন্তর্বর্তীকালীন সরকারের মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার সে কথা সাফ জানিয়ে দিয়েছেন একাধিকবার।
তবে দুর্গাপূজা উপলক্ষে ভারতে ইলিশ পাঠানোর পক্ষে মত দিলেন নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী। কারণ এতে বড় মনের পরিচয় দেওয়া হবে বলে তিনি মনে করেন। মঙ্গলবার ফেসবুকে একটি পোস্ট দিয়ে নিজের এই মতামতের কথা তুলে ধরেছেন ফারুকী।
ফেসবুকে যা লিখেছেন ফারুকী
‘আনপপুলার অপিনিয়ন কিন্তু কথাটা না বলে পারছি না। আমি চিরকাল আমাদের উদার, উষ্ণ বলেই জানতাম। আমাদের নাখালপাড়ায় ছোটবেলার একটা রেগুলার দৃশ্য ছিল, কোনো বাসায় ভালো কিছু রান্না হলে পাশের বাসায় বাটিতে করে পাঠিয়ে দেওয়া। এটা বেশির ভাগ ক্ষেত্রে জানালা টু জানালা হতো। ফলে পূজায় কলকাতায় ইলিশ না দেওয়ার সিদ্ধান্তটা আমার কাছে ভালো লাগে নাই।’
‘আপনি মোদি সরকারের বহু নীতির তীব্র সমালোচনা করতে পারেন। আমিও করেছি। আমার বহু ভারতীয় বন্ধুও মোদির তীব্র সমালোচক। কিন্তু ভারত মানে ১০০ কোটি মোদি নিশ্চয়ই না। যেমন পাকিস্তান মানেই সব ইয়াহিয়া খান না। ভারতের ভেতরেও যে কত ভারত আছে। যা-ই হোক, পূজায় ইলিশ পাঠিয়ে বড় মনের পরিচয় দিলে খুশি হতাম।’
এই নির্মাতা শুরু থেকেই ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পক্ষে ছিলেন। এ নিয়ে ফেসবুকে একাধিক পোস্ট দিয়ে জনমত তৈরিও করেছেন। ছাত্র-জনতার আন্দোলনের প্রতি তার এতটাই বিশ্বাস ছিল যে গত ৩ আগস্ট একটি পোস্টে তিনি লিখেছিলেন, ‘স্বাধীনতা থেকে অল্প একটু দূরে দাঁড়িয়ে আমরা।’
সে সময় নেটগেরিক এবং শুভাকাঙক্ষীদের প্রশংসায় ভেসেছিলেন নির্মাতা ফারুকী। এবার ভারতে ইলিশ পাঠানোর পক্ষে পোস্ট দিয়ে পেলেন মিশ্র প্রতিক্রিয়া। দেড় হাজারের বেশি লাইক ইমোজি জমা পড়লেও বেশিরভাগ নেটগেরিকই এ বিষয়ে তাদের মতামত দেওয়া থেকে বিরত থেকেছেন।
আশরাফুল আলম শাওন নামে একজন লিখেছেন, ‘ডিজএগ্রি করব না। ইন্ডিয়া ভিসা নিয়ে যেটা করতেছে এটারেই বা কী বলব! বাংলাদেশের জনগণ তাদের সরকার বদলাইতে পারবে না? ইন্ডিয়ার পছন্দের সরকারকে ক্ষমতায় না রাখলেই বাংলাদেশের ব্যাপারে তাদের রক্ষণাত্মক হলে তো চলবে না। স্বাভাবিক সৌজন্য তো তাদের বজায় রাখতে হবে।’
রাহুল মাহফুজ জয় নামে একজনের মন্তব্য, ‘আমি আপনার সাথে একমত। পূজা উপলক্ষে একটা নির্দিষ্ট এমাউন্ট ইলিশ রপ্তানি করতে পারতো।’
(ঢাকাটাইমস/১৮সেপ্টেম্বর/এজে)