বগুড়ায় গরুচোর সন্দেহে গণপিটুনিতে যুবক নিহত

শেরপুর (বগুড়া) প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৮ সেপ্টেম্বর ২০২৪, ১২:৪৯| আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২৪, ১৩:০৪
অ- অ+

বগুড়ার শেরপুরে গরুচোর সন্দেহে গণপিটুনিতে আসিফ প্রামাণিক (৪০) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় গরুচুরির ব্যবহৃত পিকআপটি আগুনে পুড়িয়ে দিয়েছে গ্রামবাসী।

বুধবার ভোর রাতে উপজেলার খানপুর ইউনিয়নের শুবলী গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত আসিফ প্রামাণিক উপজেলার গাড়িদহ ইউনিয়নের মহিপুর কলোনী গ্রামের মৃত ফজল প্রামাণিকের ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার (শেরপুর-ধুনট সার্কেল) সজীব শাহরীন।

স্থানীয়রা জানান, বেশ কিছুদিন ধরে এলাকায় গরু ও ভুট্টাসহ বিভিন্ন কিছু চুরি হচ্ছে। গত ৩ দিন আগে শালফা গ্রামে পল্লী চিকিৎসক মকবুলের বাড়ি থেকে দুটি গরু চুরি হয়েছে। দুদিন আগে চোর চুরি করতে এসে ধাওয়া খেয়ে পালিয়েছে। এ কারণে গ্রামবাসী রাতজেগে পাহারা দিচ্ছে।

গতরাত সাড়ে ৩টার দিকে শুবলী দক্ষিণপাড়া মিজানুরের বাড়ি থেকে একটি গাভী গরু চুরি করে ধানখেতের মধ্য দিয়ে পাশে এম কে বি ইটভাটার সাথে রাস্তায় নিয়ে যায়। সেখানে চোরদের রাখা পিকআপে গরুটি তুলতে দেখে কয়েকজন। পরে বিষয়টি গ্রামবাসীর মধ্যে গরু চুরি খবর ছড়িয়ে পড়লে চোরদের ধাওয়া করে। চুরি করতে আসা চারজনের মধ্যে তিনজন পালিয়ে যান এবং পিকআপ চালক আসিফকে শুবলী স্কুল মাঠে গ্রামবাসী আটক করে গণপিটুনি দিলে তিনি মারা যান।

স্থানীয়রা আরও জানান, দিনের পর দিন শুবলীসহ আশেপাশের গ্রামে চুরি হচ্ছে। কৃষকের সম্পদ গরু। গরু চুরি হলে তারা নিঃস্ব হয়ে যাবে। এ কারণে গ্রামবাসী রাতজেগে পাহারা দেয়। রাতে চুরি করতে এসে চোর ধরাপরে গণপিটুনিতে মারা যান।

গরুর মালিক রেশমা খাতুন বলেন, ‘গরুসহ এলাকাবাসী চোর ধরেছে। খবর শুনে আমি গোয়াল ঘরে গিয়ে দেখি তালা ভাঙা, আমার গরু নেই। আমার স্বামী গাড়ি নিয়ে যাওয়াই সে বাড়িতে নেই। আমি মধ্যপাড়া গিয়ে দেখি আমার গাভী। তখন আমি গরুটি নিয়ে আসি।’

নিহতের চাচাতো ভাই তানভীর আলম বলেন, ‘আসিফ একজন ফল ব্যবসায়ী ও মাছচাষি ছিলেন। গত ৬ মাস পূর্বে পিকআপ ক্রয় করে নিজে চালায়। আসলে সে এখানে কিভাবে আসলো বা তার নামে গরু চুরির মামলা আছে, এ বিষয় আমাদের জানা নেই। তবে সঠিক তদন্তের মধ্যদিয়ে এ ঘটনার রহস্য বের করার দাবি জানাচ্ছি।’

এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (শেরপুর-ধুনট সার্কেল) সজীব শাহরীন জানান, গরুচোর সন্দেহে গণপিটুনিতে আসিফ প্রামাণিকের মৃত্যু হয়েছে। আসিফ প্রামাণিকের নামে গরু চুরির মামলা আছে।

(ঢাকা টাইমস/১৮সেপ্টেম্বর/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
গাজীপুরে হাসনাত আব্দুল্লাহর গাড়িতে হামলা, আটক ২ 
পল্লবীতে বিশেষ অভিযানে পেশাদার ছিনতাইকারীসহ ২৬ জন গ্রেপ্তার
হাসনাত আব্দুল্লাহর ওপর হামলার প্রতিবাদে বাংলামোটরে এনসিপির বিক্ষোভ
দীর্ঘস্থায়ী রোহিঙ্গা সংকট অঞ্চলকে অস্থিতিশীল করতে পারে: পররাষ্ট্র উপদেষ্টা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা