যৌথ অভিযান ১৮৫টি অবৈধ অস্ত্র উদ্ধার, গ্রেপ্তার ৮৪

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৯ সেপ্টেম্বর ২০২৪, ২০:১২
অ- অ+
ফাইল ছবি

যৌথ বাহিনীর অভিযানে এখন পর্যন্ত বিভিন্ন ধরনের ১৮৫টি অবৈধ অস্ত্র উদ্ধার করা হয়েছে। এছাড়া এসব অস্ত্র উদ্ধারের সময় গ্রেপ্তার করা হয়েছে ৮৪ জনকে। গত সেপ্টেম্বর রাত ১২টা থেকে ১৯ সেপ্টেম্বর দুপুর ১২টা পর্যন্ত এসব অভিযান হয় বলে জানিয়েছে পুলিশ সদরদপ্তর।

উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রিভলভার রয়েছে ১১টি, পিস্তল ৫৬টি, রাইফেল ১১টি, শটগান ২৫টি, পাইপগান পাঁচটি, শুটারগান ২০টি, এলজি ১৩টি, বন্দুক ২৫টি, একে-৪৭ একটি, গ্যাসগান দুটি, চাইনিজ রাইফেল একটি, এয়ারগান তিনটি, টিয়ার গ্যাস লঞ্চার দুটি, এসএমজি চারটি, থ্রি-কোয়ার্টার দুটি এবং এসবিবিএল উদ্ধার হয়েছে চারটি।

পুলিশ সদর দপ্তর জানিয়েছে, উদ্ধার তালিকার মধ্যে বিভিন্ন থানা থেকে লুট করা অস্ত্র যেমন রয়েছে, তেমনি রয়েছে লাইসেন্স স্থগিত করা বৈধ অস্ত্রও।

ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর সারা দেশের বিভিন্ন থানা ফাঁড়িতে হামলা চালিয়ে অস্ত্র-গোলাবারুদ লুট করে নেয় দুর্বৃত্তরা। এছাড়া ২০০৯ সালের পর থেকে আওয়ামী লীগ সরকারের শাসনামলের সাড়ে ১৫ বছরে দেওয়া সব অস্ত্রের লাইসেন্স স্থগিত করে এসব অস্ত্র থানায় জমা দিতে বলা হয়। গত সেপ্টেম্বর ছিল সেই অস্ত্র-গোলাবারুদ জমা দেওয়ার শেষ দিন। এরপর সেপ্টেম্বর থেকে লুট হওয়া অবৈধ অস্ত্র উদ্ধারে অভিযান চালাচ্ছে সশস্ত্র বাহিনী (সেনা, নৌ বিমানবাহিনী) পুলিশ, ্যাব, বিজিবি, কোস্টগার্ড, আনসারের সমন্বয়ে যৌথবাহিনী।

(ঢাকাটাইমস/১৯সেপ্টেম্বর/এলএম/কেএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ইসরায়েলের সঙ্গে সংঘাতের পর প্রথমবার জনসমক্ষে এলেন আয়াতুল্লাহ আলী খামেনি
মুন্সীগঞ্জে গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ড: দলিল লেখকপট্টিতে পুড়ে ছাই ২০ দোকান
আজ রাত আড়াইটায় নারী ফুটবল দলকে সংবর্ধনা দেবে বাফুফে
ঢাকা বিভাগের ৫৬টি আসনে খেলাফত মজলিসের প্রার্থীদের নাম ঘোষণা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা