আলফাডাঙ্গায় ছেলের মৃত্যুর খবর শুনে মারা গেলেন বাবাও
অসুস্থ বাবাকে দেখতে মটরসাইকেল যোগে ঢাকা থেকে ফরিদপুরের আলফাডাঙ্গায় যাচ্ছিলেন পুলিশ কর্মকর্তা শরিফুল ইসলাম। পথিমধ্যে ভাঙ্গায় পৌঁছালে পিছন থেকে দ্রুতগামী একটি বাসের ধাক্কায় প্রাণ হারান তিনি।
১৮ (সেপ্টেম্বর) বৃহস্পতিবার বেলা সাড়ে চারটার দিকে মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে। শরিফুলের মৃত্যুর খবর শুনে বাড়িতে থাকা অসুস্থ বাবা নজরুল ইসলামও (৮০) রাত সাড়ে ৮টার দিকে মৃত্যুর কোলে ঢলে পড়েন।
নিহ শরিফুল ইসলামের বাড়ি ফরিদপুরের আলফাডাঙা পৌরসভার ৬নং ওয়ার্ড কুসুমদী (নিলেডাঙ্গা) গ্রামে। তিনি রাজারবাগ পুলিশ লাইনে উপপরিদর্শক (এসআই) হিসেবে কর্মরত ছিলেন।
নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, ছেলের মৃত্যু সংবাদ সইতে না পারে অসুস্থ বাবা নজরুল ইসলামও মৃত্যুবরণ করেন। এর আগে নজরুল ইসলাম নানা রোগে আক্রান্ত ছিলেন। কর্ম জীবনে তিনি পুলিশের অবসরপ্রাপ্ত আর আই ছিলেন।
আলফাডাঙ্গা পৌরসভার ৬নং ওয়ার্ড কমিশনার এনায়েত হোসেন জানান, ভাঙ্গায় বাসের ধাক্কায় শরিফুল ইসলামের মৃত্যুর খবর এলাকায় ছড়িয়ে পড়ার ৪ ঘণ্টা পর শরিফুল ইসলামের বাবা মো. নজরুল ইসলামও মৃত্যু বরন করেন। নজরুল ইসলাম বার্ধক্য জনিত নানা রোগে ভুগছিলেন। ছেলে শরিফুল ইসলাম রাজারবাগ পুলিশ লাইনে কর্মরত ছিলেন।
(ঢাকাটাইমস/১৯সেপ্টেম্বর/পিএস)