সোনারগাঁয়ে যৌথ বাহিনীর হাতে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের জামপুরে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ শাহ পরান (২৬) ও শাহ আলী (২৫) নামে দুই ডাকাতকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনীর টহলদল।
পরে পুলিশের টহলদলসহ গ্রেপ্তারকৃত ডাকাত দলের সদস্যদের নিয়ে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।
সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ বারী গণমাধ্যমকে জানান, সোমবার (২৩ সেপ্টেম্বর) দিবাগত রাত ২টার দিকে সোনারগাঁয়ের জামপুর ইউনিয়নের কলতাপাড়া এলাকায় ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল একদল ডাকাত। এসময় সেনাবাহিনীর একটি টহলদল সেখান দিয়ে যাচ্ছিল। সেনাবাহিনীর সদস্যদের দেখে ডাকাত দল দৌড়ে পালানোর সময় সেনাবাহিনীর সদস্যরা ডাকাত দলের ২ সদস্যকে ধরে ফেলে। পরে সেনাবাহিনীর সঙ্গে সোনারগাঁ থানার এসআই সাহাদাতের নেতৃত্বে পুলিশের একটি টহলদল ডাকাতদের আস্তানায় অভিযান চালিয়ে রামদা, ছুরিসহ বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করে।
অভিযান শেষে দুই ডাকাতকে সোনারগাঁও থানায় সোপর্দ করা হয়েছে।
এ ঘটনায় এসআই মো. সাহাদাত বাদী হয়ে দুই ডাকাতের বিরুদ্ধে মামলা দায়ের করেছে।
এলাকাবাসী জানায়, জামপুর ইউনিয়নে ভূমিদস্যু গুলজার বাহিনীর সশস্ত্র ক্যাডার নুরু ডাকাতের ছেলে শাহ পরান ডাকাত, শাহ আলী ডাকাত। এই বাহিনী ৫ আগস্টের পর কলতাপাড়া কাইল্ল্যারটেক এলাকার হাবিবুল্লাহ নামের এক কৃষকের দুইটি গরু বাড়ি থেকে জোর পূর্বক এনে জবাই করে মাংস বিক্রি করে দিয়েছে। তাদের বিরুদ্ধে এলাকায় ছিনতাই, চাঁদাবাজি ও ডাকাতির আরও অভিযোগ রয়েছে বলে জানান তারা।
(ঢাকাটাইমস/২৪সেপ্টেম্বর/পিএস)

মন্তব্য করুন