ভৈরবে যৌথ বাহিনীর অভিযানে সিগারেট ফ্যাক্টরিকে জরিমানা

ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৪ সেপ্টেম্বর ২০২৪, ২২:৫১
অ- অ+

কিশোরগঞ্জের ভৈরবে যৌথ বাহিনীর অভিযানে নকল মোড়ক ব্যবহারের দায়ে একটি সিগারেট ফ্যাক্টরিকে দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে। এ সময় ৪ কোটি ৪০ লাখ টাকার সিগারেট জব্দ করা হয়েছে ।

মঙ্গলবার উপজেলার শম্ভুপুর এলাকার তারা ইন্টারন্যাশনাল টোব্যাকো কোম্পানিতে দিনব্যাপী যৌথবাহিনীর অভিযানে জরিমানা করাসহ সিগারেট জব্দ করা হয়।

জানা যায়, তারা ইন্টারন্যাশনাল টোব্যাকো কোম্পানির মালিক চট্টগ্রামের বাসিন্দা লিটন মিয়া। এ ফ্যাক্টরিতে বিভিন্ন ব্র্যান্ডের সিগারেটের প্যাকেটে কাস্টমস এক্সেস এন্ড ভ্যাট ফাঁকি দেওয়ার অভিযোগে রয়েছে।

অভিযানে তারা ইন্টারন্যাশনাল টোব্যাকো কোম্পানিকে নগদ দুই লাখ টাকা জরিমানা করাসহ ৪ লাখ ৫৮ হাজার ৮ শত ২৯ প্যাকেট বিভিন্ন ব্যান্ডের সিগারেট , ব্যান্ডুল ও স্ট্যাপ জব্দ করা হয়েছে। জব্দকৃত মালামালের আনুমানিক মূল্য ৪ কোটি ৪০ লাখ টাকা ।

এ বিষয়ে ভৈরব উপজেলা নির্বাহী কর্মকর্তা রেদুওয়ান আহমেদ রাফি জানান, সিগারেট ফ্যাক্টরিতে নকল মোড়ক ও ব্যান্ডুল ব্যবহারের দায়ে ফ্যাক্টরিকে নগদ ২ লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে। এছাড়া ৪ কোটি ৪০ লাখ টাকার বিভিন্ন ব্যান্ডের সিগারেট জব্দ করা হয়েছে।

অভিযানে ঢাকা পূর্বাঞ্চলের রাজস্ব কর্মকর্তা তাহমিদ আহমেদ, নরেশ চাকমা, কাস্টমস এক্সেস এন্ড ভ্যাট ঢাকা পূর্বাঞ্চলের ডেপুটি কমিশনার সোহেল রানা, ভৈরব সেনা ক্যাম্পের কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল ফারহানা আফরীন, ক্যাম্প কমান্ডার মেজর মো.সানজেদুল ইসলাম, ভৈরব উপজেলা নির্বাহী কর্মকর্তা রেদওয়ান আহমেদ রাফি, র‍্যাব ক্যাম্পের কমান্ডার মোহাম্মদ শহিদুল্লাহ এবং ভৈরব থানার তদন্ত কর্মকর্তা মো.শাহিন উপস্থিত ছিলেন।

(ঢাকাটাইমস/২৪সেপ্টেম্বর/পিএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
খালেদা জিয়ার সঙ্গে কর্নেল অলির সাক্ষাৎ 
বাড্ডায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ: চিকিৎসাধীন শিশুর মৃত্যু, চারজনের অবস্থা আশঙ্কাজনক
টাইব্রেকারে সাফ ফাইনালে স্বপ্নভঙ্গ বাংলাদেশের, চ্যাম্পিয়ন ভারত
পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ১২ পুলিশ কর্মকর্তা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা