পূবাইলে দেশীয় অস্ত্রসহ আটক ৩

টঙ্গী-পূবাইল (গাজীপুর) প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৭ সেপ্টেম্বর ২০২৪, ১৭:০৮
অ- অ+

গাজীপুর মহানগরের পূবাইল থানাধীর ৪০নং ওয়ার্ডের মাজুখান এলাকায় অভিযান চালিয়ে দেশীয় অস্ত্রসহ তিন যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার দিবাগত তাদেরকে আটক করা হয়।

এ সময় তাদের কাছ থেকে একটি সুইচ গিয়ার ও একটি ধারালো চাকু জব্দ করা হয় ।

গ্রেপ্তারকৃতরা হলেন- শরিয়তপুর জেলার নড়িয়া থানার পূর্ব চন্ডিপুর এলাকার আতর আলীর ছেলে মো. শাওন (৩২), সুনামগঞ্জ জেলার শাল্লা থানার চরগাঁও এলাকার আইনুর রহমানের ছেলে রানা (২৫), গাজীপুর জেলার পুবাইল থানার পদ হারবাইদ এলাকার আরিফুল ইসলাম জুয়েলের ছেলে হিমেল (২৯)।

গ্রেপ্তারকৃত হিমেলের বিরুদ্ধে অপহরণ, ডাকাতি ও ছিনতাইসহ একাধিক মামলা রয়েছে।

পূবাইল থানার ভারপ্রাপ্তা কর্মকর্তা (ওসি) আমিরুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি তিন যুবক ছিনতাই করার প্রস্তুতি নিচ্ছে। এ সময় অভিযান চালিয়ে তাদেরকে হাতেনাতে আটক করা হয়। এ ব্যাপারে পূবাইল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

(ঢাকাটাইমস/২৭সেপ্টেম্বর/পিএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
খালেদা জিয়ার সঙ্গে কর্নেল অলির সাক্ষাৎ 
বাড্ডায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ: চিকিৎসাধীন শিশুর মৃত্যু, চারজনের অবস্থা আশঙ্কাজনক
টাইব্রেকারে সাফ ফাইনালে স্বপ্নভঙ্গ বাংলাদেশের, চ্যাম্পিয়ন ভারত
পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ১২ পুলিশ কর্মকর্তা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা