ঘাটাইলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কলেজছাত্রের মৃত্যু

ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ৩০ সেপ্টেম্বর ২০২৪, ০৮:৪৩| আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০২৪, ০৯:১৩
অ- অ+

টাঙ্গাইলের ঘাটাইলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নাজমুল হাসান (২০) নামে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে।

রবিবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার লক্ষিন্দর ইউনিয়নের মুরাইদ এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত নাজমুল হাসান উপজেলার লক্ষিন্দর ইউনিয়নের মুরাইদ গ্রামের গোলাম মোস্তফা ফকিরের ছেলে। তিনি মধুপুর শহীদ স্মৃতি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় থেকে ২০২১ সালে এসএসসি পরিক্ষায় উত্তীর্ণ হয়ে বিএফ শাহীন কলেজে পরীক্ষা দিয়ে অনার্সে ভর্তির প্রস্তুতি নিচ্ছিলেন। এমতাবস্থায় তার নিহতের খবরে এলাকা শোকে ছেয়ে গেছে।

স্থানীয় ১নং ইউপি সদস্য নাজমুল ইসলাম (জামাল) নাজমুলের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয়রা ও নিহতের পরিবার জানায়, রবিবার সন্ধ্যা ৭টার দিকে নাজমুলদের মুরাইদ বাজারে নিজস্ব গাড়ির ডিজিটাল ওয়েট স্কেল এবং কার ওয়াস গ্যারেজে তিনি ইলেকট্রিক লাইনের সংযোগ দিতে গিয়ে বিদ্যুতায়িত হয়। এ সময় গুরুতর আহত অবস্থায় পরিবারের লোকজন তাকে উদ্ধার করে স্থানীয় গারোবাজারের একটি ক্লিনিকে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রকিবুল ইসলাম বলেন, ‘এ ব্যাপারে নিহতের পরিবারের সদস্যদের কোনো অভিযোগ থানায় আসেনি।’

(ঢাকাটাইমস/৩০সেপ্টেম্বর/এজে)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সেনাবাহিনীর সর্বনাশ হয়েছে র‌্যাবের কারণে: সম্পাদক মাহমুদুর রহমান
দেশে ২৪ ঘণ্টায় করোনায় আরও একজনের মৃত্যু, শনাক্ত ৬
ভারতের পানি আগ্রাসনের বিরুদ্ধে সরকারকে আন্তর্জাতিক আদালতে যেতে হবে: রাশেদ প্রধান
দেশের চার সমুদ্রবন্দরে তিন নম্বর সতর্কসংকেত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা