যুক্তরাজ্যের হাইকমিশনার সাইদা মুনা তাসনিমকে ঢাকায় ফেরানো হচ্ছে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
| আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০২৪, ১৩:৫৫ | প্রকাশিত : ৩০ সেপ্টেম্বর ২০২৪, ১১:৩৪

ঢাকায় ফেরানো হচ্ছে যুক্তরাজ্যে বাংলাদেশের হাইকমিশনার সাইদা মুনা তাসনিমকে। রবিবার (২৯ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রশাসন অনুবিভাগের এক অফিস আদেশে হাইকমিশনার সাইদা মুনা তাসমীনকে অবিলম্বে ঢাকায় ফিরতে বলা হয়। সাইদা মুনা তাসনিম যুক্তরাজ্যে প্রায় ছয় বছর ধরে বাংলাদেশের হাইকমিশনারের দায়িত্ব পালন করছিলেন।

বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত আস্থাভাজন হওয়ায় তিনি ২০১৮ সালের ৩০ নভেম্বর থেকে লন্ডনে হাইকমিশনারের দায়িত্ব পালন করে আসছিলেন। এই কূটনীতিক লন্ডনে বাংলাদেশ হাইকমিশনকে আওয়ামী লীগের দলীয় কার্যালয় বানিয়ে ফেলেছেন বলে বিএনপি সমর্থক প্রবাসীরা দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছিলেন।

রেওয়াজ অনুযায়ী সাধারণএকজন কূটনীতিক কোনো মিশনে তিন বছর রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করে থাকেন। বিসিএস (পররাষ্ট্র ক্যাডার) ১১তম ব্যাচের কর্মকর্তা সাইদা মুনা তাসনিমের ২৬ ডিসেম্বর অবসরোত্তর ছুটিতে যাওয়ার কথা রয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক (প্রশাসন) মোহাম্মদ নাজমুল হক স্বাক্ষরিত রবিবার দেওয়া অফিস আদেশে বলা হয়েছে, আপনাকে (সাইদা মুনা তাসনিম) সদরদপ্তর, পররাষ্ট্র মন্ত্রণালয় ঢাকায় বদলির সিদ্ধান্ত গৃহীত হয়েছে। বাংলাদেশ হাইকমিশন লন্ডনে আপনার বর্তমান দায়িত্ব ত্যাগ করে অনতিবিলম্বে সদরদপ্তর ঢাকায় প্রত্যাবর্তনের জন্য অনুরোধ করা যাচ্ছে।

সাইদা মুনা তাসনিম ২০১৮ সালের ৩০ নভেম্বর থেকে লন্ডনের বাংলাদেশ হাইকমিশনারের দায়িত্ব পালন করে আসছিলেন। এই কূটনীতিকের চাকরির মেয়াদ চলতি বছরের ডিসেম্বরে শেষ হওয়ার কথা রয়েছে।

তাসনিম বাংলাদেশ পররাষ্ট্র সার্ভিসের ১১তম ব্যাচের কর্মকর্তা। তিনি থাইল্যান্ডে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি নিউইয়র্কে বাংলাদেশ স্থায়ী মিশন এবং লন্ডনে বাংলাদেশ হাইকমিশনে বিভিন্ন পদে দায়িত্ব পালন করেন। মন্ত্রণালয়ে তিনি একাধিক বিভাগের মহাপরিচালক হিসেবেও দায়িত্বপালন করেন।

(ঢাকাটাইমস/৩০সেপ্টেম্বর/কেএম)

সংবাদটি শেয়ার করুন

প্রশাসন বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

প্রশাসন এর সর্বশেষ

ডিএমপির উপ-পুলিশ কমিশনার পদমর্যাদার দুই কর্মকর্তাকে বদলি

আইন সচিব গোলাম রব্বানী অবসরে

তিন অতিরিক্ত আইজিপিকে বাধ্যতামূলক অবসরে পাঠাল সরকার

অর্থ মন্ত্রণালয়ের হিসাব বিভাগের মহানিয়ন্ত্রক হলেন এস এম রেজভী

একজন ডিআইজিসহ ৩০ পুলিশ কর্মকর্তাকে বদলি

পূজামণ্ডপে বিশৃঙ্খলার চেষ্টা করলে তাৎক্ষণিক ব্যবস্থা: আইজিপি

ফাহিমুল ইসলাম সেতু বিভাগের নতুন সচিব

মালয়েশিয়ায় আন্দোলনকারীদের বিরুদ্ধে মামলা, খাস্তগীরের পোল্যান্ডে রাষ্ট্রদূত নিয়োগাদেশ বাতিল

বিদ্যুৎ এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে নতুন সচিব, এলজিইডি সচিব ওএসডি

আয়নাঘর-ভাতের হোটেল থাকবে না, ডিবি হবে ভুক্তভোগীদের ভরসাস্থল: রেজাউল করিম মল্লিক

এই বিভাগের সব খবর

শিরোনাম :