বিপিএলে তামিম ইকবালই থাকছেন বরিশালের অধিনায়ক

ক্রীড়া ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০২ অক্টোবর ২০২৪, ১২:২৭
অ- অ+

জাতীয় দলের একসময় তারকা ক্রিকেটার ছিলেন, অধিনায়কত্বও করেছেন তামিম ইকবাল। ব্যাট হাতে বাংলাদেশকে বহু ম্যাচ জিতিয়েছেন তিনি। তবে অনেক দিন ধরেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে দূরে আছেন দেশসেরা এই ওপেনার।

কয়েক মাস ধরেই শোনা যাচ্ছিল টাইগার সাবেক এই অধিনায়ক ফিরবেন না ক্রিকেটে। নতুন করে দায়িত্ব নিবেন ক্রিকেট বোর্ডের হয়ে। তবে সব জল্পনা-কল্পনা উড়িয়ে আসন্ন বিপিএলেই দেখা যাবে তামিমকে। গেলবারের মতো এবারো তিনি মাঠ মাতাবেন ফরচুন বরিশালের হয়ে।

সবশেষ বিপিএলেও ফরচুন বরিশালের হয়ে খেলেছিলেন তামিম। এমনকি তার নেতৃত্বেই প্রথমবারের মতো বরিশালকে চ্যাম্পিয়ন শিরোপা এনে দিয়েছিলেন বাঁহাতি এই ওপেনার। আগামী মৌসুমেও খেলবেন তামিম, এমনকি বরিশালের হয়ে অধিনায়কত্বও করবেন তিনি। নিজেদের ফেসবুক পেজে এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে ফ্র্যাঞ্চাইজিটি।

সেখানে তারা লিখেছে, 'ফরচুন বরিশালের জাহাজের ক্যাপ্টেন হয়ে আবার ফিরে আসার জন্য ধন্যবাদ।' ২০২২ সালে প্রথমবার বিপিএলে আসে ফরচুন বরিশাল। প্রথম ৪ মৌসুমের পর তিনটি আসরে ছিল না বরিশালের কোনো দল। তবে সর্বশেষ তিন আসরে বরিশালবাসীর স্বপ্নের সারথি ফরচুন বরিশাল। ২০২২ ও ২০২৩ সালে দলটি খেলে সাকিব আল হাসানের নেতৃত্বে। প্রথমে রানার-আপ হয়, পরেরবার বাদ পড়ে প্লে-অফ থেকে। ২০২৪ সালে আস্থা রাখা হয় তামিম ইকবালের ওপর।

তামিমের সাথে মেহেদী হাসান মিরাজ, সৌম্য সরকার, মাহমুদউল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিমের মতো তারকাদের দলে ভেড়ায় ফ্র্যাঞ্চাইজিটি। তাতে ধরা দেয় শিরোপা। তামিম আবার পান টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ের পুরস্কার। এবার যখন বিপিএলকে ঢেলে সাজানো হচ্ছে, তখনও বরিশাল আস্থা রাখছে তাদের আগের সৈনিকদের ওপর। এরই ধারাবাহিকতায় দলের অধিনায়ক ঘোষণা করা হয়েছে তামিমকে।

সবকিছু ঠিক থাকলে চলতি মাসের ১৪ তারিখ অনুষ্ঠিত হবে বিপিএলের এবারের আসরের নিলাম। আর ২৭ ডিসেম্বর মাঠে গড়াবে এবারের আসরের প্রথম ম্যাচ।

আসন্ন এই বিপিএলে সবমিলিয়ে দল ৩টা পরিবর্তন হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি। বিপিএলের ড্রাফট হবে ১৪ অক্টোবর এবং আসর শুরু হবে ২৭ ডিসেম্বর।

বোর্ড সভাপতিই নিশ্চিত করেছিলেন, এবারের বিপিএল দিয়েই ঢাকা, চট্টগ্রামের পুরোনো ফ্র্যাঞ্চাইজি বিপিএলে ফিরে আসছে। নতুন ফ্র্যাঞ্চাইজি দেখা যাবে রাজশাহী থেকে। এই তিনটি ফ্র্যাঞ্চাইজিকে নির্বাচিত করেছে বিসিবি।

(ঢাকাটাইমস/০২ অক্টোবর/এনবিডব্লিউ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
কুষ্টিয়া পৌরসভার পরিচ্ছন্নতা কর্মীদের ফটকে ময়লা ফেলে কর্মবিরতি
জরুরি অবস্থা ঘোষণায় লাগবে মন্ত্রিসভার অনুমোদন, সিদ্ধান্তে একমত রাজনৈতিক দলগুলো
শিল্প খাতের মহানায়ক, সাহসী উদ্যোক্তা নুরুল ইসলামের পঞ্চম মৃত্যুবার্ষিকী পালন
সংস্কার করে তারপরেই নির্বাচন দিতে হবে: নাহিদ ইসলাম
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা