গোয়ালন্দে চরমপন্থী নেতা হত্যাকাণ্ডে ৪ জন গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০২ অক্টোবর ২০২৪, ২৩:১১| আপডেট : ০২ অক্টোবর ২০২৪, ২৩:১৬
অ- অ+
সুশীল কুমার সরকার

রাজবাড়ীর গোয়ালন্দে নিষিদ্ধঘোষিত চরমপন্থী পূর্ব বাংলা সর্বহারা পার্টির আঞ্চলিক নেতা সুশীল কুমার সরকার (৫৮) কুপিয়ে ও গুলি করে হত্যার ঘটনায় জড়িত ৪ আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন, গোয়ালন্দ উপজেলার ছোট ভাকলা ইউনিয়নের কেউটিল গ্রামের মৃত-ছালাম শেখের ছেলে সর্বহারা দলের সদস্য ও চরমপন্থি মো. তোফাজ্জেল শেখ তোফা (৩৮), একই গ্রামের মৃত মজিবর শেখের ছেলে সর্বহারা দলের সদস্য ও চরমপন্থি মো. লোকমান শেখ (৩৫), উপজেলার উত্তর চর পাচুরিয়া গ্রামের মৃত-আব্দুল জব্বার শেখ ওরফে দোয়াত শেখের ছেলে মো. আশিকুল শেখ ওরফে ভাষান শেখ (২৮) ও উপজেলার চর কাচরন্দ গ্রামের মো. কালাম মোল্লার ছেলে মো. জনি মোল্লা (৩৪)।

বুধবার রাতে রাজবাড়ীর জেলার পুলিশ সুপার মোছা. শামীমা পারভীন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গত ২২ সেপ্টেম্বর সন্ধ্যায় গোয়ালন্দ উপজেলার কাটাখালী বাজারের চায়ের দোকানে বসে আড্ডা দেওয়ার সময় দুর্বৃত্তরা সুশীলকে গুলি করে ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে। এ ঘটনায় পরদিন গত ২৩ সেপ্টেম্বর সুশীলের বড় ভাই সুনিল বাদী হয়ে গোয়ালন্দ থানায় হত্যামামলা দায়ের করেন। মামলার পর চার আসামিকে গ্রেপ্তার করে পুলিশ।

শামীমা পারভীন বলেন, এ ঘটনায় মামলা হওয়ার পর তথ্য প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে ডিবির একটি চৌকস টিম ও গোয়ালন্দ ঘাট থানার অফিসার ফোর্সের সহায়তায় সর্বহারা দলের সদস্য ও চরমপন্থী সদস্য মো. তোফাজ্জেল শেখ ওরফে তোফা (৩৮) এবং মো. লোকমান শেখকে (৩৫) ঠাকুরগাও থেকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত আসামিদ্বয়কে ৩ দিনের রিমান্ডে এনে ব্যাপক জিজ্ঞাসাবাদে পুলিশের নিকট ভিকটিম সুশীলকে হত্যার বিষয়ে নিজেদের সংশ্লিষ্টতার কথা স্বীকার করে। পরবর্তীতে তাদের দেওয়া তথ্য অনুযায়ী সুশীল হত্যায় ব্যবহৃত ধারালো দা উদ্ধারসহ হত্যাকাণ্ডে জড়িত মো. আশিকুল শেখ ওরফে ভাষান শেখ এবং মো. জনি মোল্লাকে (৩৪) গ্রেপ্তার করা হয়।

হত্যা মামলার বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করেন পুলিশ সুপার মোছা. শামীমা পারভীন।

(ঢাকাটাইমস/০২অক্টোবর/এলএম/এমআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
এক মোটরসাইকেলে যাচ্ছিল ৪ বন্ধু, ট্রাক চাপায় প্রাণ গেল দুজনের
ভারতের সামরিক অভিযানের দ্রুত, দৃঢ় ও কঠোর জবাব দেওয়া হবে: পাকিস্তানের সেনাপ্রধান
সুনামগঞ্জে কোটি টাকা মূল্যের ভারতীয় ৯০টি গরুসহ নৌকা জব্দ 
সাবেক আইজিপি মোদাব্বির হোসেন চৌধুরীর ইন্তেকাল 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা