খাদ্য মন্ত্রণালয়ে নতুন সচিব মাসুদুল হাসান

খাদ্য মন্ত্রণালয়ের নতুন সচিব নিয়োগ পেয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত অতিরিক্ত সচিব মো. মাসুদুল হাসান (পরিচিতি নম্বর ৫৬৭২)। তিনি বর্তমানে জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রশাসন অনুবিভাগের দায়িত্বে আছেন।
বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
এর আগে গত সোমবার খাদ্য ক্যাডারের অবসরপ্রাপ্ত কর্মকর্তা ইলাহী দাদ খানকে খাদ্য মন্ত্রণালয়ের সচিব নিয়োগ দেওয়া হয়েছিল। তবে তার নামে দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলা থাকায় একদিনের মাথায় মঙ্গলবার তার নিয়োগ বাতিল করা হয়।
(ঢাকাটাইমস/০২অক্টোবর/এমআর)

মন্তব্য করুন