রূপগঞ্জে পূজামণ্ডপে আর্থিক সহায়তা
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় বিএনপির নির্বাহী কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপুর পক্ষ থেকে আসন্ন দুর্গাপূজা উপলক্ষে পূজামণ্ডপে নগদ অর্থ প্রদান করেছে রূপগঞ্জ উপজেলা ছাত্রদল।
বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের নয়ামাটি সার্বজনীন দুর্গা মন্দির ও দেইলপাড়া সার্বজনীন দুর্গা মন্দিরের পূজা উদযাপন কমিটির হাতে এ অর্থ তুলে দেন রূপগঞ্জ উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক কামরুল হাসান।
এসময় উপস্থিত ছিলেন নয়ামাটি সার্বজনীন দুর্গা মন্দিরের সভাপতি শংকর মণ্ডল, সহ সভাপতি শ্যামল রায়, দেইলপাড়া সার্বজনীন দুর্গা মন্দিরের উপদেষ্টা বাবুল রায়, সরকারি মুড়াপাড়া কলেজ শাখা ছাত্রদলের সাবেক সদস্য রুহুল আমিন ভূঁইয়া, কায়েতপাড়া ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি আবির প্রমুখ।
(ঢাকা টাইমস/০৪অক্টোবর/এসএ)