সোহেল রানার ইনসাফ পার্টি নিয়ে যা বলল ‘বাংলাদেশ জাস্টিস পার্টি’

সম্প্রতি চলচ্চিত্র অভিনেতা চিত্রনায়ক সোহেল রানা ‘বাংলাদেশ ইনসাফ পাটি' নামে একটি রাজনৈতিক দলের ঘোষণা দিয়েছেন। দলটির ইংরেজি নামকরণ করা হয় ‘বাংলাদেশ জাস্টিস পার্টি’। এ নিয়ে তৈরি হয়েছে বিভ্রান্তি।
‘বাংলাদেশ জাস্টিস পার্টি’ (বাজাপা) নামে আরও একটি রাজনৈতিক দেশে দীর্ঘদিন ধরে রাজনৈতিক কর্মকাণ্ড চালিয়ে আসছে। এ অবস্থায় নতুন কোনো দলের নামকরণ নিয়ে বিভ্রান্তি তৈরি হয়েছে।
এ নিয়ে নিজেদের অবস্থান তুলে ধরেছে ‘বাংলাদেশ জাস্টিস পার্টি’। শুক্রবার এক বিবৃতিতে দলটি উল্লেখ করে, সুদীর্ঘ ৪৪ বছর যাবত বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে তাদের রাজনৈতিক কর্মকাণ্ড ও কর্মসূচী চলছে।
দলটির প্রতিষ্ঠাতা মরহুম ব্যারিস্টার সৈয়দ কামরুল ইসলাম মোহাম্মদ সালেহউদ্দিন ব্রিটিশ বিরোধী আন্দোলনের মাধ্যমে তার রাজনৈতিক জীবন শুরু করেছিলেন। ১৯৫২ সালে তিনি মহান ভাষা আন্দোলনে কারাবরণও করেন। পাকিস্তান আমলে দীর্ঘবছর কারাগারে বন্দী ছিলেন রাজনৈতিক কারণে। ১৯৭১ এ মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠকও ছিলেন সৈয়দ কামরুল ইসলাম।
জাস্টিস পার্ট (বাজাপা) জানায়, ১৯৭০ সালে ফরিদপুর-২ এলাকা থেকে জাতীয় পরিষদ সদস্য, ১৯৭২ সালে গণপরিষদ সদস্য, ১৯৭৩ সালে ফরিদপুর-৩ আসন থেকে স্বতন্ত্র জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন বাজাপার প্রতিষ্ঠাতা সৈয়দ কামরুল ইসলাম।
১৯৮০ সালের ২১ সেপ্টেম্বর বাংলাদেশ জাস্টিস পার্টির আহ্বায়ক হিসেবে বাজাপার আত্মপ্রকাশের ঘোষণা দেন সৈয়দ কামরুল ইসলাম। এরপর ১৯৮১ সালের ২১ সেপ্টেম্বর ঢাকা জেলা ক্রীড়া শিক্ষা মিলনায়তনে অনুষ্ঠিত বাংলাদেশ জাস্টিস পার্টির প্রথম কনভেনশনে তিনি দলের সভাপতি নির্বাচিত হন। ১৯৮৩ সালের ২৪ মে তিনি ইন্তেকাল করেন।
বর্তমানে এই দলের সভাপতি হিসাবে ড. সৈয়দ জাভেদ মোহাম্মদ সালেহউদ্দিন এবং সাধারণ সম্পাদক হিসেবে মানসুর আলম শিকদার দায়িত্ব পালন করছেন।
বিবৃতিতে যুগ্ম সাধারণ সম্পাদক অনক আলী হোসেন শাহেদী বলেন, আমরা আশাবাদী যে—সোহেল রানা বাংলাদেশ ইনসাফ পার্টির সভাপতি হিসেবে রাজনৈতিক দলের কর্মকাণ্ড পরিচালনা করবেন এবং ভবিষ্যতে বাংলাদেশ জাস্টিস পার্টির নাম এবং আমাদের এই দলের প্রতীক কবুতর তিনি কোথাও ব্যবহার করবেন না।
বিবৃতিতে উল্লেখ করা হয় বাংলাদেশ জাস্টিস পার্টির পক্ষ থেকে নতুন দল বাংলাদেশ ইনসাফ পার্টির রাজনৈতিক সফলতা কামনা করা হচ্ছে।
(ঢাকাটাইমস/০৪সেপ্টেম্বর/এসআইএস)

মন্তব্য করুন