টি-টোয়েন্টি সিরিজে ভারতকে হারাতে চায় বাংলাদেশ

সাদা পোশাকে বদলে যাওয়া নতুন এক বাংলাদেশকে দেখেছিল ক্রিকেটবিশ্ব। পাকিস্তানের মাটিতে টেস্টে তাদের হোয়াইটওয়াশ করে ইতিহাস গড়ে নাজমুল শান্তর দল। তবে সেই দলটাই ভারতের বিপক্ষে খেলতে নেমে খেই হারিয়ে ফেললো। পাকিস্তানকে হোয়াইটওয়াশ করার পর নিজেরাই ভারতের কাছে হোয়াইটওয়াশ হলো। টাইগারদের সামনে এবার নতুন ফরম্যাটের সিরিজ।
দুই ম্যাচের টেস্টে সিরিজের পর এবার ভারতের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। টেস্টের হারের ক্ষত ভুলে টি-টোয়েন্টিতে ঘুরে দাঁড়াতে মরিয়া নাজমুল শান্তর দল। সিরিজে ভালো করতে কঠোর অনুশীলনে ব্যস্ত টাইগাররা। সিরিজের প্রথম ম্যাচটি আমাগীকাল (রবিবার) অনুষ্ঠিত হবে গোয়ালিয়রে।
টেস্ট সিরিজে হতাশাজনক পারফর্ম করলেও টি-টোয়েন্টি সিরিজ জেতার লক্ষ্যের কথা জানালেন শান্ত। সিরিজ জয়ের পাশাপাশি টাইগার অধিনায়ক ইঙ্গিত দিলেন আগ্রাসী ক্রিকেট খেলার বিষয়েও। সবশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপের ভুল থেকে শিক্ষা নিতে চায় শান্তরা।
গণমাধ্যমের মুখোমুখি হয়ে টাইগার অধিনায়ক বলেন, ‘সত্যি বলতে আমরা সিরিজটি জিততে চাই। আগ্রাসী ক্রিকেট খেলতে চাই। গত বিশ্বকাপে আমরা সেমিফাইনাল খেলার খুব ভালো একটা সুযোগ পেয়েছিলাম।’
তিনি আরও বলেন,‘টি-টোয়েন্টি পুরো ভিন্ন বলের খেলা। নির্দিষ্ট দিনে যে ভালো খেলবে সে–ই জিতবে। এই মাঠটা নতুন, তেমন কোনো ধারণা নেই মাঠ নিয়ে। তবে গত কয়েকদিন আমরা অনুশীলন করেছি। উইকেট কেমন করতে পারে তা নিয়ে ধারণা নেওয়ার চেষ্টা করছি। আন্তর্জাতিক দল হিসেবে যত দ্রুত সম্ভব মানিয়ে নিতে হবে। আশা করছি ভালো ক্রিকেট উপহার দিতে পারব।’
হিন্দু ধর্মাবলম্বী সংগঠনগুলোর আন্দোলনের মুখে বাংলাদেশ-ভারতের ম্যাচ ভেন্যু গোয়ালিয়রকে কড়া নিরাপত্তায় ঘিরে ফেলা হয়েছে। যেকোনো ধরনের বিশৃঙ্খলা ও ঝুঁকি এড়াতে একগুচ্ছ নির্দেশনাও দিয়েছে স্থানীয় প্রশাসন। এর মাঝেই আগামী ৬ অক্টোবর বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায় সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হবে।
(ঢাকাটাইমস/০৫ অক্টোবর/এনবিডব্লিউ)

মন্তব্য করুন