দুর্গাপূজায় টানা চার দিন ছুটি

কুয়াকাটায় হোটেলের ৭০-১০০ শতাংশ আসন আগাম বুকড

আব্দুল কাইয়ুম, কুয়াকাটা (পটুয়াখালী) প্রতিনিধি
| আপডেট : ০৯ অক্টোবর ২০২৪, ১৬:৩৪ | প্রকাশিত : ০৯ অক্টোবর ২০২৪, ১৬:৩১

বৃহস্পতিবার থেকে টানা চার দিনের ছুটি সামনে রেখে পর্যটন নগরী কুয়াকাটার বিভিন্ন হোটেল-মোটেলের ৭০-১০০ শতাংশ আসন আগাম বুকিং হয়ে গেছে।

বিভিন্ন আবাসিক হোটেল মোটেলের কর্তৃপক্ষ থেকে পাওয়া তথ্যমতে, প্রথম শ্রেণীর হোটেলগুলো শতভাগ এবং দ্বিতীয় তৃতীয় শ্রেণির আবাসিক হোটেল-মোটেল ৭০ শতাংশ পর্যন্ত আগাম বুকিং হয়েছে।

শারদীয়া দুর্গাপূজা আর সাপ্তাহিক বন্ধ মিলিয়ে আগামী ১০ থেকে ১৩ অক্টোবর পর্যন্ত চার দিন সরকারি ছুটিতে ওই হোটেল বুকিং সম্পন্ন হয়।

অনেক দিন পর কুয়াকাটার আবাসিক হোটেল মোটেলে আগাম বুকিংয়ের সাড়া পড়ল বলে জানান হোটেল মোটেল ওনার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোতালেব শরীফ। তিনি বলেন, ‘আমরা সর্বোচ্চ সেবা দেওয়ার মানসে নিজেদের প্রস্তুতি সম্পন্ন করেছি। আমরা খেয়াল রাখব একজন পর্যটকও যেন কোনো ধরনের হয়রানির শিকার না হন। যেকোনো ঘটনায় আমরা আইনি প্রক্রিয়ায় যেতে সময় নেব না।’

এদিকে টানা ছুটিকে কেন্দ্র করে ব্যস্ত সময় পার করছেন কুয়াকাটার পর্যটননির্ভর ব্যবসায়ীরা।

রাজনৈতিক অস্থিরতা কুয়াকাটার সঙ্গে যোগাযোগ ব্যবস্থা খারাপ হওয়ায় দীর্ঘ পর্যটক-খরায় পড়েছিল কুয়াকাটা। এখন রাজনৈতিক অস্থিরতা কেটে যাওয়ার পাশাপাশি যোগাযোগ ব্যবস্থাও উন্নত হয়েছে। ফলে দিনে দিনে পর্যটকদের চোখ এখন সাগরকন্যার দিকে।

বেস্ট সাউদার্ন আবাসিক হোটেলের অপারেশন ম্যানেজার মো. আবুল কালাম বলেন, ‘বেশ কয়েক মাস ধরে আমরা পর্যটক-খরায় ছিলাম। লম্বা ছুটিতে আমাদের আবাসিক হোটেল দুই দিন সম্পূর্ণ বুকড হয়েছে। রাজনৈতিক অস্থিরতা যোগাযোগ ব্যবস্থা উন্নত হওয়ার ফলে পর্যটকরা সৈকত দেখতে দেশের বিভিন্ন যায়গা থেকে বেড়াতে আসেন। আশা করি এখন থেকে আমরা গেস্ট র‌্যানডমলি পাব।’

চার দিনের ছুটি সামনে রেখে দুই দিনের জন্য খান প্যালেসের রুমগুলো শতভাগ বুকিং হয়েছে। বাকি দুই দিনেরও প্রায় ৮০ শতাংশ বুকিং হয়েছে বলে জানান এর ব্যবস্থাপক মো. রাসেল খান। তিনি বলেন, ‘এখন অনেক ফোন আসছে বুকিংয়ের জন্য, কিন্তু আমরা বুকিং নিতে পারছি না।’

অনেক দিন পর কুয়াকাটায় পর্যটকদের আনাগোনা বাড়ছে এমন সংবাদে ইতিমধ্যে পর্যটকদের সেবাকারী প্রতিষ্ঠান ট্যুর অপারেটর অ্যাসোসিয়েশন অব কুয়াকাটার (টোয়াক) সদস্যদের মাঝেও ব্যস্ততা দেখা গেছে।

টোয়াক প্রেসিডেন্ট রুমান ইমতিয়াজ তুষার জানান, কুয়াকাটায় ২০০টি আবাসিক হোটেল-মোটেল রয়েছে। তার মধ্যে আগামী ১০-১৩ তারিখের জন্য প্রায় ৭০ শতাংশ কক্ষ আগাম বুকিং হয়ে গেছে।

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ইতিমধ্যে নিজেদের প্রস্তুতি সম্পন্ন করেছে ট্যুরিস্ট পুলিশ কুয়াকাটা রিজিয়ন। পুলিশ সুপার আবুল কালাম আজাদ জানান, আগামী চার দিনের ছুটিতে অসংখ্য পর্যটকের আগমন ঘটবে কুয়াকাটায়। তাই আগে থেকেই ট্যুরিস্ট পুলিশের কয়েকটি টিম মোতায়েন রয়েছে। সার্বক্ষণিক নজরদারি মাইকিংসহ পর্যটকদের নিরাপদে থাকার নির্দেশনা দেয়া হচ্ছে।

(ঢাকাটাইমস/৯অক্টোবর/মোআ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :