বৃহত্তর রংপুরে দুই হাজার ৮০০ মেট্রিক টন আলুর বীজ বরাদ্দ

রংপুর ব্যুরো, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১০ অক্টোবর ২০২৪, ১২:১২| আপডেট : ১০ অক্টোবর ২০২৪, ১২:৩৪
অ- অ+

চলতি আলু মৌসুমে বৃহত্তর রংপুরের পাঁচ জেলায় এবার দুই হাজার ৮০০ মেট্রিক টন আলুর বীজ বরাদ্দ দিয়েছে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি)।

রংপুর, লালমনিরহাট, কুড়িগ্রাম, গাইবান্ধা ও নীলফামারী জেলার ৮২০ জন ডিলারের মাধ্যমে এসব বীজ আলু বরাদ্দ দেওয়া হবে।

বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি) রংপুর অফিস সূত্রে জানা গেছে, চলতি আলু মৌসুমে ডিলার, কৃষক ও অন্যান্য প্রতিষ্ঠানের মাধ্যমে বিএডিসি ছয়টি জাতের দুই হাজার পাঁচশ দশমিক চারশ বাহাত্তর মেট্রিক টনসহ মোট দুই হাজার ৮০০ মেট্রিক টন আলুর বীজ বরাদ্দ দিয়েছে।

এর মধ্যে আগাম জাতের সান্তানা, গ্রানোলা, কারেজ, সেভেন ফোর জাতের ২৮৩ মেট্রিক টন।

এছাড়াও সাধারণ মৌসুমের এস্টারিক্স, এ্যালুইটি, প্রাডা, ল্যাবেলা, বিয়ান্না ও কিং রাসেট জাতের দুই হাজার পাঁচশ দশমিক চারশ বাহাত্তর মেট্রিক টন।

বরাদ্দকৃত এসব বীজ আলু বিএডিসির রংপুর, কুড়িগ্রাম, নীলফামারী জেলার ডোমার, জামালপুর, নকলা, পাকুন্দিয়া, শেরপুর, যশোর, গোপালগঞ্জ, পঞ্চগড়, মধুপুর এবং দত্তনগর হিমাগার থেকে ডিলারদেরকে উত্তোলন করতে হবে।

বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি) উপপরিচালক (বীজ বিপণন) মাসুদ সুলতান জানান, চলতি মাসে রংপুর জেলার ডিলারদের মধ্যে মোট বরাদ্দের পঞ্চাশ শতাংশ বীজ আলু বিতরণ করা হবে। প্রতি ডিলার এক হাজার ৬০০ কেজি বীজ আলু ৯৭ হাজার টাকার পে-অর্ডার ব্যাংকে জমা দিয়ে তুলতে পারবেন।

এছাড়াও নীলফামারী, গাইবান্ধা, কুড়িগ্রাম ও লালমনিরহাট জেলার ডিলারেরা জনপ্রতি এক হাজার ৪৮০ কেজি আলু বীজ ৮৫ হাজার টাকার পে-অর্ডার ব্যাংকে জমা দিয়ে তুলতে পারবেন।

তিনি জানান, রংপুর অঞ্চলে যে পরিমাণ আলুর চাষ করা হয় তা বিএডিসির মাত্র তিন শতাংশ বীজ সরবরাহ করে থাকে। বাকি বীজ কৃষকেরা বিভিন্নভাবে সংগ্রহ করে থাকে। বিএডিসির বীজ ভালো হওয়ার কারণে এর চাহিদা বেশি।

(ঢাকা টাইমস/১০অক্টোবর/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
পল্লীবন্ধু এরশাদ চিরকাল মানুষের হৃদয়ে কণক প্রদীপ হয়ে জ্বলবেন
চাঁদা না দেওয়ায় পল্লবীতে ব্যবসা প্রতিষ্ঠানে সন্ত্রাসী হামলা, গুলিবর্ষণ: গ্রেপ্তার ৩
ছন্দে ফিরলেন লিটন, সমতায় ফিরল টাইগাররা
১২ দিনে রেমিট্যান্স এলো ১০৭ কোটি মার্কিন ডলার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা