ঢাবি উপাচার্যের সঙ্গে ইউএসএআইডি-আইএফইএস প্রতিনিধিদলের সাক্ষাৎ

ঢাবি প্রতিনিধি, ঢাকা টাইমস
| আপডেট : ১০ অক্টোবর ২০২৪, ২০:০৮ | প্রকাশিত : ১০ অক্টোবর ২০২৪, ১৮:২৮

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খানের সঙ্গে সাক্ষাৎ করেছেন ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন ফর ইলেক্টোরাল সিস্টেমস (আইএফইএস) ও ইউনাইটেড স্টেটস এজেন্সিস ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট (ইউএসএআইডি) এর প্রতিনিধিদল।

প্রতিনিধিদলে উপস্থিত ছিলেন আইএফইএস এর বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর ড. টানিয়েল বেদিয়া টাইশি, ইউএসএআইডির ডেমোক্রেসি হিউম্যান রাইটস অ্যান্ড গভর্ন্যান্স অফিসের পরিচালক মিজ এ্যালেনা জে তানসে এবং উপ-পরিচালক ব্লেয়ার কিং।

বৃহস্পতিবার তারা ঢাবি উপাচার্যের কার্যালয়ে এসে এই সৌজন্য সাক্ষাৎ করেন।

এসময় বিশ্ববিদ্যালয়ের প্রো-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের চেয়ারপারসন অধ্যাপক ড. নাছিমা খাতুন, সহযোগী অধ্যাপক মোহাম্মদ আইনুল ইসলাম এবং প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দীন আহমদসহ কয়েকজন শিক্ষক উপস্থিত ছিলেন।

সাক্ষাৎকালে তারা ঢাকা বিশ্ববিদ্যালয় এবং যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের মধ্যে চলমান যৌথ সহযোগিতামূলক শিক্ষা ও গবেষণা কার্যক্রম জোরদার করার ব্যাপারে আলোচনা করেন। গণতান্ত্রিক মূল্যবোধ ও মানবাধিকার বিষয়ে শিক্ষার্থীদের মাঝে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি ‘ডেমোক্রেসি ল্যাব’ প্রতিষ্ঠার বিষয়েও তারা আলোচনা করেন।

এসময় শিক্ষার্থীদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে ঢাকা বিশ্ববিদ্যালয়, ইউএসএইড এবং আইএফইএস- এর মধ্যে শিক্ষাদান পদ্ধতি, মানবাধিকার, সংকট ব্যবস্থাপনা, শান্তি ও সম্প্রীতি বিষয়ক আরও যৌথ সহযোগিতামূলক শিক্ষা ও প্রশিক্ষণ কর্মসূচি চালুর ওপর গুরুত্বারোপ করা হয়।

ঢাকা বিশ্ববিদ্যালয় ও যুক্তরাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে কর্মশালা ও সম্মেলন আয়োজনের বিষয়েও বৈঠকে ফলপ্রসূ আলোচনা করা হয়। তারা যৌথ সহযোগিতামূলক কর্মসূচি গতিশীল করার জন্য ইউএসএইড এবং আইএফইএস প্রতিনিধিদের সমন্বয়ে একটি টাস্ক ফোর্স গঠনের ব্যাপারে আলোচনা করেন।

উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বৃত্তি প্রদান এবং স্বেচ্ছাসেবী কার্যক্রমে প্রণোদনা দেওয়ার লক্ষ্যে ইউএসএইড এবং আইএফইএস-এর কাছে আর্থিক সহযোগিতা কামনা করেন।

(ঢাকাটাইমস/১০অক্টোবর/এসকে/এসআইএস)

সংবাদটি শেয়ার করুন

শিক্ষা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিক্ষা এর সর্বশেষ

ঢাবির সূর্য সেন বিতর্ক ধারার নেতৃত্বে জাবির-সাজিদ

ব্রাহ্মণবাড়িয়ার ঢাবি পড়ুয়াদের ‘তিতাস’ এর নেতৃত্বে লিমন-রবিন

ঢাকা রেসিডেন্সিয়াল কলেজের নতুন প্রিন্সিপাল ব্রিগেডিয়ার জাবের হোসেন

যাত্রা করল বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় রিসার্চ ক্লাব

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ধর্ম অবমাননা: শিক্ষার্থীদের প্রতিবাদ সমাবেশ

জাবিতে অর্থনীতি ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত

ঢাবির হলে ছাত্রদলের পোস্টারিং, প্রতিবাদে শিক্ষার্থীদের বিক্ষোভ

উপাচার্যকে হত্যার হুমকির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

ছাত্র আন্দোলনের বিপক্ষে সক্রিয় অবস্থান, জবি শিক্ষক বহিষ্কার

জবির প্রকল্প পরিচালককে পদত্যাগের আল্টিমেটাম

এই বিভাগের সব খবর

শিরোনাম :