ডেমরার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন বিএনপি নেতা নবী উল্লাহ নবী

রাজধানীর ডেমরার পূজামণ্ডপগুলো পরিদর্শন করেছেন ঢাকা দক্ষিণ বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক নবী উল্লাহ নবী।
ডেমরা-যাত্রাবাড়ীর পূজামণ্ডপ পরিদর্শনের ধারাবাহিক কর্মসূচির প্রথম দিনে বৃহস্পতিবার রাত সাড়ে ৭টার দিকে ডেমরার ডগাইর, সারুলিয়া গরুর হাট এবং সারুলিয়া জিয়া চত্বর এলাকার পূজামণ্ডপ পরিদর্শন করেন তিনি।
প্রতিটি পূজামণ্ডপে উপস্থিত পূণ্যার্থীদের সঙ্গে কুশল বিনিময় করেন নবী উল্লাহ নবী। এসময় উপস্থিত ছিলেন ডেমরা তানা বিএনপির সভাপতি প্রত্যাশী মো. সেলিম রেজা, সাধারণ সম্পাদক প্রত্যাশী মো. আনিসুজ্জামান জামান।
সূত্র জানায়, ডেমরা—যাত্রাবাড়ী এলাকার পূজামণ্ডপের পাহারাদার হিসেবে নবী উল্লাহ নবী তার অনুগত নেতাকর্মীদের নির্দেশ দেওয়ার পর নেতাকর্মীরা তা সঠিকভাবে পালন করলেন কি না সেটা সরেজমিনে দেখার জন্যই তিনি পরিদর্শনে বের হন। প্রতিটি পূজামণ্ডপ পরিদর্শন করার ধারাবাহিক কর্মসূচি হিসেবে বৃহস্পতিবার ডেমরার কয়েকটি পূজামণ্ডপে পরিদর্শনে আসেন তিনি। পরিদর্শনকালে পূজার্থীদের সঙ্গে মতবিনিময় করেন এবং তাদের নিরাপত্তার বিষয়ে খোঁজখবর নেন।
এসময় তিনি নেতাকর্মীদের পূজা নিরাপত্তার দায়িত্ব পালনের বিষয়ে সন্তুষ্টি প্রকাশ করেন। নেতার আগমনে পূজায় আগত সকলেই খুশি বলে জানান সার্বজনীন পূজা উদযাপন কমিটির নেতৃবৃদ্ধ।
ডগাইর মন্দির পরিদর্শনকালে নবী উল্লাহ নবী বলেন, আপনারা সংখ্যালঘু পরিচয় দিয়ে নিজেদের ছোট করবেন না। আপনারা বাংলাদেশের জনগণ। আপনাদের সকল সুযোগ সুবিধা বাস্তবায়ন করার জন্য আমার প্রিয় নেতা তারেক রহমানের নির্দেশে আমরা বিএনপি পরিবার আপনাদের নিরাপত্তা এবং সকল প্রকার সুখ দুঃখের সাথী হতে অঙ্গীকারবদ্ধ।
ডেমরার সবচেয়ে বড় পূজামণ্ডপ সারুলিয়ার জিয়া চত্বরের পূজা উদযাপন কমিটির সভাপতি শ্রী সজল সাহা বলেন, ‘আমরা স্মরণকালের সবচেয়ে বেশী নিরাপত্তা এবার পেয়েছি। জামান—সেলিম ভাই ওনার নেতাকর্মীদের নিয়ে শুরু থেকেই আমাদের সাথে ছিলো। সব সময় আমাদের খোঁজখবর নিয়েছে ন। আজ তাদের নেতা নবী উল্লাহ নবী ভাই আমাদের পূজায় এসে ধন্য করেছেন আমাদের এ উৎসবকে। আমরা তাদের কাছে কৃতজ্ঞ থাকবো।’
ডেমরা থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হাজি আবুল হোসেন, ৬৯ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক আবদুল হাই, ৭০ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মো. গরিবুল্লাহ, সাধারণ সম্পাদক আবু নোমান বেপারি, ৬৬ নম্বর ওয়ার্ড সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম তালুকদার, ৬৭ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি হাজি জয়নাল আবেদীন, ৬৮ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক জাকির হোসেন, সাংগঠনিক সম্পাদক মীর দেলোয়ার হোসেন ডেমরা থানা বিএনপির নেতা মনির হোসেন খান, মো. অহিদুল ইসলাম, মো. আওলাদ হোসেন, ফারুক আহমেদ সাদু, ডেমরা থানা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি শওকত আকবর, সিনিয়র যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম মানিক সহ সিনিয়র নেতারা এসময় উপস্থিত ছিলেন।
(ঢাকাটাইমস/১০অক্টোবর/জেবি/এসআইএস)

মন্তব্য করুন