বাংলাদেশে ক্ষুধার মাত্রা কোন পর্যায়ে? সূচকে অবস্থান কত?

গ্লোবাল হাঙ্গার ইনডেক্সে বাংলাদেশের অবস্থানের অবনতি হয়েছে। গত বছর যেখানে ১৯ স্কোর নিয়ে ৮১তম অবস্থানে ছিল, এবার রয়েছে ৮৪তম অবস্থানে, স্কোর ১৯ দশমিক ৪। আর ক্ষুধার মাত্রা মধ্যম পর্যায়ে। যদিও এখনো ১১ দশমিক ৯ শতাংশ মানুষ অপুষ্টির শিকার।
গ্লোবাল হাঙ্গার ইনডেক্স অনুযায়ী বাংলাদেশে ২ দশমিক ৯ শতাংশ শিশু তার পঞ্চম জন্মদিনের আগেই মৃত্যুবরণ করে। অপুষ্টির কারণে ২৩ দশমিক ৬ শতাংশ পাঁচ বছরের কম বয়সী শিশুর বয়স অনুপাতে উচ্চতা বাড়ছে না। এছাড়াও ১১ শতাংশ ৫ বছরের কমবয়সী শিশুর উচ্চতা অনুযায়ী ওজন বাড়ছে না।
ক্ষুধা সূচক অনুসারে দক্ষিণ এশিয়ায় শ্রীলঙ্কা রয়েছে ৫৬তম অবস্থান আর নেপাল ৬৮তম। এরপরেই বাংলাদেশ। ভারতের অবস্থান ১০৫ আর পাকিস্তান রয়েছে ১০৯তম অবস্থানে।
সূচক বলছে, এবছর বিশ্বের ছয়টি- দেশ বুরুন্ডি, শাদ, মাদাগাস্কার, সোমালিয়া, দক্ষিণ সুদান ও ইয়েমেনে ক্ষুধার মাত্রা উদ্বেগজনক। ৩৬টি দেশে ক্ষুধার মাত্রা রয়েছে গুরুতর পর্যায়ে। ২২টি দেশে ক্ষুধার মাত্রা একেবারেই নিম্ন পর্যায়ে আছে।
এ বছরের ক্ষুধা সূচক বলছে, অর্থনৈতিক চ্যালেঞ্জ, প্রাকৃতিক দুর্যোগ ও অপুষ্টি দক্ষিণ এশিয়ায় ক্ষুধার গুরুতর কারণ। এ অঞ্চলের ২৮২ মিলিয়ন মানুষ অপুষ্টির শিকার।
(ঢাকাটাইমস/১১অক্টোবর/এফএ)

মন্তব্য করুন