কুমিল্লায় অস্ত্রসহ যুবলীগের দুই নেতা গ্রেপ্তার

কুমিল্লার মেঘনা উপজেলায় যৌথ বাহিনীর অভিযানে দেশীয় অস্ত্রসহ যুবলীগের দুই নেতা গ্রেপ্তার হয়েছেন। বৃহস্পতিবার (১০ অক্টোবর) গভীর রাতে উপজেলার রামপুর বাজার এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
শুক্রবার (১১ অক্টোবর) মেঘনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল জলিল এসব তথ্য নিশ্চিত করেন।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, কুমিল্লা উত্তর জেলা যুবলীগের সাবেক শ্রমবিষয়ক সম্পাদক শাহ আলম এবং মেঘনা উপজেলা যুবলীগের সদস্য জাহাঙ্গীর আলম। তারা সম্পর্কে সহোদর বলে জানা গেছে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে যৌথ বাহিনী অভিযানকালে দেশীয় অস্ত্র, মদ, মাদক সেবন ও অনৈতিক কার্যকলাপের সরঞ্জামাদি জব্দ করা হয়।
মেঘনা থানার ওসি বলেন, পুলিশ বাদী হয়ে আসামিদের বিরুদ্ধে অস্ত্র ও মাদক আইনে দুটি পৃথক মামলা করেছে।
(ঢাকাটাইমস/১১অক্টোবর/মোআ

মন্তব্য করুন