বগুড়ায় প্রতিবেশী মামার বিরুদ্ধে শিশুকে ধর্ষণের অভিযোগ

বগুড়া প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৩ অক্টোবর ২০২৪, ০৯:৫২
অ- অ+

বগুড়ার গাবতলীতে প্রতিবেশী মামার বিরুদ্ধে ৯ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। শনিবার বেলা ১২টার দিকে এই ঘটনা ঘটে।

ঘটনার পরপর ওই শিশুকে তার পরিবার বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করায়।

এ ঘটনায় একই এলাকার পারভেজ (২৩) নামে এক তরুণকে দায়ী করেছে নির্যাতনের শিকার শিশুটির স্বজনরা।

ভুক্তভোগীর বাবা জানান, পাশের বাড়ির পারভেজ সম্পর্কে তার মেয়ের মামা হয়। মাঝেমধ্যে পারভেজের বাড়িতে ওয়াইফাই ইন্টারনেট সুবিধা থাকায় সেখানে গিয়ে তার মেয়ে মোবাইলে টিকটক, ভিডিও গান দেখতো। এই সুযোগে শনিবার দুপুরে তার মেয়েকে ধর্ষণ করেন পারভেজ। পরে বাড়িতে এসে তার মেয়ে অসুস্থতা বোধ করলে বিষয়টি জানা যায়। এরপর শজিমেক হাসপাতালে ভর্তি করানো হয়।

মেয়েটির বাবা আরও জানান, এ ঘটনায় তারা এখনো কোনো অভিযোগ দেননি। আগে মেয়ের চিকিৎসার জন্য হাসপাতালে আনা হয়েছে। তবে থানায় মামলা করবেন তিনি।

বিষয়টি নিশ্চিত করেছেন ছিলিমপুর মেডিকেল ফাঁড়ির টিএএসআই লালন হোসেন। তিনি বলেন, ‘৯ বছরের একটি শিশু ধর্ষণের শিকার হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। শিশুটি এখন হাসপাতালে চিকিৎসাধীন আছে।’

(ঢাকাটাইমস/১৩অক্টোবর/এজে)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
পল্লীবন্ধু এরশাদ চিরকাল মানুষের হৃদয়ে কণক প্রদীপ হয়ে জ্বলবেন
চাঁদা না দেওয়ায় পল্লবীতে ব্যবসা প্রতিষ্ঠানে সন্ত্রাসী হামলা, গুলিবর্ষণ: গ্রেপ্তার ৩
ছন্দে ফিরলেন লিটন, সমতায় ফিরল টাইগাররা
১২ দিনে রেমিট্যান্স এলো ১০৭ কোটি মার্কিন ডলার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা