সিরিজ হারের জন্য বাজে ব্যাটিং, বোলিং ও ফিল্ডিংকে দায়ী করলেন হৃদয়

ক্রীড়া ডেস্ক, ঢাকা টাইমস
 | প্রকাশিত : ১৩ অক্টোবর ২০২৪, ১১:৩৩

পাকিস্তানকে তাদের মাটিতে হোয়াইটওয়াশের পর ভালো কিছুর প্রত্যাশা নিয়ে ভারতে আসা বাংলাদেশ টেস্টের পর টি-টোয়েন্টিতে হোয়াইটওয়াশ হয়েছে। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে গতকাল (শনিবার) নাজমুল হোসেন শান্ত’র দল রেকর্ড সর্বোচ্চ ১৩৩ রানে হেরেছে।

এমন হারের জন্য দলের বোলার ও টপ অর্ডার ব্যাটারদের দায় দিয়েছেন ম্যাচটিতে সফরকারীদের হয়ে ব্যক্তিগত সর্বোচ্চ ৬৩ রান করা তাওহীদ হৃদয়। কেবল তাই নয়, পুরো সিরিজেই বাংলাদেশ ব্যাটিং, বোলিং, ফিল্ডিং–সব জায়গাতেই দুর্বলতা দেখিয়েছে বলে দাবি তার। একইসঙ্গে ভারতকে কৃতিত্ব দেওয়ার পাশাপাশি হৃদয় নিজেদের বেশকিছু উন্নতিরও তাগিদ দিয়েছেন।

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এসে তরুণ এই ব্যাটার বলেন, ‘সত্যি কথা বলতে, খুবই ভালো উইকেট ব্যাটিংয়ের জন্য। আমরা ভালো বোলিং করিনি। আমরা কিছু জায়গায় উন্নতি করতে পারি। আশা করি আমরা সেটা করতে পারব। আমরা তো বল ভালো করিনি। শুধু বল না, ব্যাটিংও ভালো করিনি পুরো সিরিজে। আমাদের কিছু জায়গায় ব্যাটিং, বোলিং, ফিল্ডিংয়ে উন্নতি করতে হবে। ওরা অনেক ভালো ব্যাটিং করেছে। আমরা আরও ভালো করতে পারতাম।’

পুরো সিরিজেই চূড়ান্ত ব্যর্থ ছিলেন বাংলাদেশের ব্যাটাররা। আগের দুই ম্যাচে দলীয় স্কোর ছিল ১২৭ ও ১৩৫ রান। তৃতীয় ম্যাচে সেটি উঠেছে ১৬৫–এ, তবে সেটি যে রানবন্যা তাড়ায় কিছুই নয় সেটি বলার অপেক্ষা রাখে না। সিরিজজুড়ে ব্যাটারদের ব্যর্থতা নিয়ে হৃদয় বলেন, ‘দেখুন, প্রতিটা দলেই টপ অর্ডার থেকে রান হয়। সেখানে রান এলে ইনিংস বড় হয় স্বাভাবিকভাবেই। টপ ফোর থেকে যদি বড় রান আসে, তাহলে রান ১৮০ হয়। আমাদের সবকিছু মিলিয়ে অনেক জায়গা আছে উন্নতির। এই সিরিজে আমাদের জন্য অনেক কিছু শেখার আছে। আশা করি সেটা করতে পারব।’

ঘরের মাঠ, দক্ষতাসহ সবমিলিয়ে ভারত এগিয়ে ছিল দাবি করে তিনি আরও বলেন, ‘আমাদের মান যে খুব নিচে তা বলব না। আমরা তো বড় দলের সঙ্গে খেলেছি। ভারত শক্তিশালী দল। ওদের হোমে খেলা। ওদের সবকিছু ভালো। স্কিলের দিক থেকেও ওরা এগিয়ে আছে। আমরা যে খুব পিছিয়ে আছি তা বলব না। আমরা ফ্ল্যাট উইকেটে কীভাবে খেলতে পারব, সেটা যত খেলব, তত ভালো বুঝব।’

(ঢাকাটাইমস/১৩ অক্টোবর/এনবিডব্লিউ)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

সিরিজ বাঁচাতে বিকালে মাঠে নামছে টাইগাররা

আফগানিস্তানের বিপক্ষে প্রথম ওয়ানডেতে হারের জন্য উইকেটকে দুষছেন মিরাজ

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজেও থাকছেন না মুশফিক

অস্ট্রেলিয়াকে বিধ্বস্ত করে সিরিজে সমতায় ফিরল পাকিস্তান

ভারত-বাংলাদেশ কানপুর টেস্টের আউটফিল্ডকে ‘অসন্তোষজনক’ রেটিং দিল আইসিসি

বাংলাদেশ দলকে বিশেষ উপহার দিল আফগানিস্তান

সাকিব-তামিমদের ছাড়িয়ে যেতে ক্রিকেটারদের মানসিকতায় উন্নতি চান সালাউদ্দিন

চ্যাম্পিয়ন্স ট্রফির পর ওয়ানডে থেকে অবসরে যাচ্ছেন মোহাম্মদ নবি

অধিনায়কের সঙ্গে তর্কে জড়িয়ে ২ ম্যাচ নিষিদ্ধ আলজারি জোসেফ

নারী আইপিএলে ৫ দলের ধরে রাখা ক্রিকেটারদের তালিকা

এই বিভাগের সব খবর

শিরোনাম :