সেনা ও র্যাবের পোশাক পরে ডাকাতির ঘটনায় গ্রেপ্তার ৬
ঢাকার মোহাম্মদপুরে সেনাবাহিনী ও র্যাবের পোশাক পরে ডাকাতির ঘটনায় ছয়জনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। শনিবার সারাদিন অভিযান চালিয়ে বিভিন্ন এলাকা থেকে আসামির গ্রেপ্তার করা হয়।
ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘মোহাম্মদপুরের ডাকাতির ঘটনায় ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল (শনিবার) মামলা করেছেন ভুক্তভোগী আবু বকর। গ্রেপ্তারকৃতদের পরিচয় নিশ্চিতের চেষ্টা চলছে।’
এর আগে শুক্রবার গভীর রাতে একটি সংঘবদ্ধ ডাকাত দল মোহাম্মদপুরে আবু বকর নামে এক ব্যবসায়ীর ফ্ল্যাটে ঢুকে ৭৫ লাখ টাকা ও ৭০ ভরি স্বর্ণালংকার লুট করে। পরে তাদের গ্রেপ্তারে মাঠে নামে পুলিশ ও র্যাব।
মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী ইফতেখার হাসান জানান, মোহাম্মদপুর বাঁশবাড়ির ৭২০/১ নম্বর বাড়ির তিনতলায় ব্যবসায়ী আবু বকর থাকেন। শুক্রবার দিনগত রাত সাড়ে ৩টার দিকে সেনাবাহিনী ও র্যাবের পোশাক পরে ১৫-১৬ জন বাসার প্রধান ফটকে আসে। সাদা পোশাকেও কয়েকজন ছিল। বাহিনীর পোশাক পরা লোকজন দেখে দারোয়ান দরজা খুলে দেন। তারা সরাসরি আবু বকরের ফ্ল্যাটে গিয়ে দরজায় টোকা দেন।
বাড়ির মালিক আবু বকর জানান, তারা প্রথমে জানতে চায়– বৈধ অস্ত্র থানায় জমা দেইনি কেন? অস্ত্র থানায় জমা দেওয়া হয়েছে জানালেও তারা বাসায় ঢুকে খোঁজাখুজি শুরু করে। আলমারিগুলো খুলে তছনছ করে। ফ্ল্যাটের এক পাশে আমার অফিস। সেখানে সিন্দুক ও আলমারি খুলে টাকা লুট করে। ডাকাত দল ৭৫ লাখ ৫০ হাজার টাকা এবং প্রায় ৭০ ভরি স্বর্ণালংকার নিয়ে ভোর সোয়া ৪টার দিকে বের হয়ে যায়।
দারোয়ানের উদ্ধৃতি দিয়ে পুলিশ জানায়, সেনাবাহিনীর পোশাক পরা যে কয়জন এসেছিল, তাদের দেখে বোঝার উপায় ছিল না যে তারা সেনা সদস্য নয়। হেলমেটও পরা ছিল। তারা দুটি মাইক্রোবাস ও দুটি প্রাইভেটকার নিয়ে এসেছিল। ডাকাত দলের একজনের হাতে অস্ত্রও ছিল।
(ঢাকাটাইমস/১৩অক্টোবর/এলএম/এজে)