মেঘনায় বড়কান্দা ইউনিয়ন বিএনপির কর্মিসভা অনুষ্ঠিত

মেঘনা (কুমিল্লা) প্রতিনিধি
  প্রকাশিত : ১৩ অক্টোবর ২০২৪, ১৪:০৯| আপডেট : ১৩ অক্টোবর ২০২৪, ১৪:২১
অ- অ+

কুমিল্লার মেঘনা উপজেলার বড়কান্দা ইউনিয়ন বিএনপির কর্মিসভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বিকালে উপজেলার হরিপুর গ্রামে এ সভা অনুষ্ঠিত হয়।

কর্মিসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (কুমিল্লা বিভাগীয় দায়িত্বপ্রাপ্ত) অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়া। বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহ্বায়ক আক্তারুজ্জামান সরকার, যুগ্ম আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আব্বাস উদ্দিন আহম্মেদ, মেঘনা উপজেলা মুক্তিযোদ্ধা দলের আহ্বায়ক ও কুমিল্লা উত্তর জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মো. মেজবাহ উদ্দিন বায়েজিদ। সঞ্চালনায় ছিলেন বড়কান্দা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. মমিনুজ্জামান মমিন মেম্বার। সভাপতিত্ব করেন বড়কান্দা ইউনিয়ন বিএনপির সভাপতি মো. মাহফুজুল ইসলাম মাহফুজ।

সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব মো. আজহারুল হক শাহীন, যুগ্ম আহ্বায়ক শহিদুল্লাহ সরকার, মো. শাহাব উদ্দিন, ব্যবসায়ী মো. আসাদ উল্লাহ, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট কামরুজ্জামান, অ্যাডভোকেট হাতেম আলী, মো. আব্দুল মতিন, আব্দুল গাফ্ফার, মো. জহিরুল ইসলাম জহির, মো. শাহজালাল, কুমিল্লা উত্তর জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. আরিফুজ্জামান কানন, মেঘনা উপজেলা যুবদলের নেতা মো. মাসুদ রানা প্রমুখ।

(ঢাকাটাইমস/১৩অক্টোবর/এফএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ইউআইইউ এলাকায় র‍্যাবের অভিযান, বিদেশি পিস্তলসহ শীর্ষ সন্ত্রাসী মোজাম্মেল গ্রেপ্তার
ভোটের মার্কা থাকছে না শাপলা, ইসির নীতিগত সিদ্ধান্ত
ফের এনসিপির কেন্দ্রীয় কার্যালয় সামনে ককটেল বিস্ফোরণ
বন্যার্তদের পাশে বিজিবি: ফেনীতে ২০০ পরিবারকে খাদ্যসামগ্রী বিতরণ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা