সাংবাদিক সুমন মাহমুদের মাকে দেখতে হাসপাতালে বিএনপির সিনিয়র নেতারা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৩ অক্টোবর ২০২৪, ১৮:৪৩
অ- অ+

রাজনৈতিক বিটের সিনিয়র সাংবাাদিক ও বিডিনিউজ২৪ ডটকমের প্রধান প্রতিবেদক সুমন মাহমুদের মা হোসনা আরা হোসেনকে দেখতে হাসপাতালে গেছেন বিএনপির সিনিয়র কয়েকজন নেতা।

রবিবার বিকাল সাড়ে পাচটার দিকে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন হোসনা আরার স্বাস্থ্যের খোঁজ খবর নেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, অধ্যাপক ডা এজেডএম জাহিদ হোসেন, কেন্দ্রীয় স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম।

স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন সুমন মাহমুদের মা বাধ্যর্ক্যজনিত অসুস্থতায় ভুগছেন। গত প্রায় দুই সপ্তাহ ধরে হাসপাতালে চিকিৎসা চলছে তার।

হাসপাতালে আমির খসরু মাহমুদ চৌধুরী সুমন মাহমুদ ও তার পরিবারের প্রতি সমবেদনা জানান। বিভিন্ন খোঁজ খবর নেন।

এর আগে অস্ট্রেলিয়া সফরে থাকা বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ফোনে সুমন মাহমুদের সঙ্গে তার মায়ের বিস্তারিত খোঁজ খবর নেন।

বিএনপির সিনিয়র নেতারা প্রায় পয়তাল্লিশ মিনিট হাসপাতালে অবস্থান করেছেন। এসময় বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান উপস্থিত ছিলেন।

(ঢাকাটাইমস/১৩অক্টোবর/জেবি/এসআইএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
চাপাতি ধরে ফোন-মানিব্যাগের সঙ্গে জামা-জুতা ছিনতাইয়ের ঘটনায় গ্রেপ্তার ১
সিরাজগঞ্জে সরকারি অফিস ‘দখল করে’ জামায়াতের কার্যালয়ে
গণবিরোধিতার কারণে বিশেষ গোষ্ঠীকে দেশের মানুষ অনেক আগেই হলুদ কার্ড দেখিয়েছে: সেলিম উদ্দিন 
চিলড্রেন্স পার্টি কথাবার্তা শুনে আমাদের বিভ্রান্ত হওয়ার কারণ নেই: মির্জা আব্বাস 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা