বাবা সিদ্দিকি খুন হওয়ার পর আতঙ্কে সালমান খান
ভারতের জাতীয় কংগ্রেস পার্টির নেতা বাবা সিদ্দিকিকে গুলি করে হত্যার ঘটনায় শোকস্তব্ধ বলিউড সুপারস্টার সালমান খান। আবার কিছুটা আতঙ্কিতও বটে।
হবেন না-ই বা কেন! গত দুই বছর ধরে যে বিষ্ণোই গ্যাং সালমান এবং তার পরিবারকে বারবার হত্যার হুমকি দিয়ে আসছে, তারাই বাবা সিদ্দিকিকে হত্যার দায় স্বীকার করেছে। তাই সালমানের চিন্তিত হওয়াটাই স্বাভাবিক নয় কি?
বলিউড ভাইজানের একান্ত ঘনিষ্ঠ ছিলেন বাবা সিদ্দিকি। তার ইফতার পার্টি থেকে জন্মদিনের সেলিব্রেশন, সর্বত্রই নিয়মিত যাতায়াত ছিল সালমানের। এমনকি এই বাবা সিদ্দিকিই একসময় খোদ সালমান-শাহরুখের মধ্যে তিক্ততা মিটিয়ে দিয়েছিলেন।
তাই শনিবার এই মৃত্যুর খবর পেতেই লীলাবতি হাসপাতালে ছুটে যান সালমান। এমনকি হাসপাতাল থেকে ফিরে এসে বাবা সিদ্দিকির ছেলে জিশান সিদ্দিকি ও তার পরিবারের সঙ্গেও কথা বলেন তিনি। অন্ত্যেষ্টিক্রিয়ার কী ব্যবস্থা করা হচ্ছে সেই খবরও নেন।
ঘনিষ্ঠ সূত্রে খবর, সালমান নাকি আর হাসপাতালে বাবা সিদ্দিকির গুলিবিদ্ধ মরদেহ দেখে আসার পর থেকেই ঠিকমতো ঘুমাতে পারছেন না। নিজের সমস্ত মিটিং কিছুদিনের জন্য বাতিল করে দিয়েছেন বলিউড তারকা। বাড়ানো হয়ে তার বাড়ির নিরাপত্তা।
সূত্রের খবর, সালমানের পরিবারও বাবা সিদ্দিকির খুন হওয়ার ঘটনায় বিধ্বস্ত। কারণ, সালমানের মতো তার ছোট দুই ভাই আরবাজ ও সোহেল খানও বাবা সিদ্দিকির ঘনিষ্ঠ ছিলেন। খান পরিবার এই মুহূর্তে তাদের গোপনীয়তা রক্ষার জন্য সকলকে অনুরোধ করেছেন।
এমনকি নিরাপত্তাজনিত উদ্বেগের কারণেই বলিউডের অনেক বন্ধুকেও জানিয়েছেন, আপাতত সালমান ও তার পরিবার কারও সঙ্গেই দেখা করতে পারবেন না। এমনকি খবর, কিছুদিনের জন্য ‘বিগ বস’-এর শুটিংও বাতিল করে দিয়েছেন সালমান।
শনিবার সন্ধ্যায় মুম্বাইয়ে অজ্ঞাতপরিচয় হামলাকারীরা গুলিয়ে চালিয়ে হত্যা করে বাবা সিদ্দিকিকে। ঘটনার সময় তিনি বান্দ্রায় তার ছেলে জিশানের অফিসের বাইরেই ছিলেন। ওই হত্যা মামলায় ইতোমধ্যে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। একজন পলাতক।
(ঢাকাটাইমস/১৪অক্টোবর/এজে)