ইলিশ রক্ষা অভিযান

পদ্মা নদীতে অবৈধ জালে আটকা মৃত ডলফিন উদ্ধার

মাদারীপুর প্রতি‌নি‌ধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৪ অক্টোবর ২০২৪, ১৯:০৬| আপডেট : ১৪ অক্টোবর ২০২৪, ১৯:০৮
অ- অ+

ইলিশ রক্ষা অভিযানে মাদারীপুরের শিবচরের পদ্মা নদী থেকে অসাধু জেলেদের পাতা অবৈধ কারেন্ট জাল থেকে একটি মৃত ডলফিন উদ্ধার করেছে প্রশাসন। এ ছাড়া ২৪ ঘণ্টায় পদ্মা নদীতে অভিযান চালিয়ে ৬০ হাজার মিটার জাল জব্দ করে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।

শিবচর উপজেলা মৎস্য অফিস সূত্রে জানা গেছে, মা ডিমওয়ালা ইলিশ মাছ রক্ষায় প্রতিদিনের মতো সোমবার সকাল থেকে পদ্মা নদীর বিভিন্ন পয়েন্টে অভিযান চালায় উপজেলা প্রশাসন, মৎস্য অফিস নৌপুলিশের দল। পদ্মা নদীর কাঁঠালবাড়ি এলাকায় অসাধু জেলেদের পাতা অবৈধ কারেন্ট জালে আটকা একটি মৃত ডলফিন উদ্ধার করা হয়। প্রায় ২৫ কেজি ওজনের প্রায় আড়াই ফুট লম্বা ডলফিনটির বয়স তিন মাস হবে বলে জানান উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা ফেরদৌস ইবনে রহিম।

এদিকে রোববার ভোর থেকে রাত পর্যন্ত অভিযান চালিয়ে পদ্মা নদীর বিভিন্ন পয়েন্ট থেকে ৬০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করে আগুনে পুড়িয়ে ফেলা হয়। ইলিশ মাছ উদ্ধার করা হয় কেজি। এগুলো স্থানীয় এতিমখানায় বিতরণ করা হয়েছে।

(ঢাকাটাইমস/১৪অক্টোবর/মোআ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ড. ফয়জুল হককে বিএনপি থেকে বহিষ্কার
অতিরিক্ত সচিব আরিফুজ্জামানসহ ৩ জনকে ওএসডি
যশোরে পূর্ব শত্রুতার জেরে যুবক খুন 
স্ট্যান্ডার্ড ব্যাংকের অর্ধ বার্ষিক বিজনেস রিভিউ মিটিং অনুষ্ঠিত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা