টাঙ্গাইলে হাত-পা বাঁধা অজ্ঞাতপরিচয় মরদেহ উদ্ধার
টাঙ্গাইলে হাত-পা বাঁধা অবস্থায় অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার দুপুরে সদর উপজেলার রাবনা বাইপাস এলাকায় রাস্তার পাশ থেকে এটি উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয়রা জানায়, দুপুরে রাবনা বাইপাস এলাকার সুফিয়া নামের এক মহিলা তার ফসলি জমিতে আবর্জনা পরিষ্কার করে সার দেওয়ার সময় সেখানে একটি মরদেহ পড়ে থাকতে দেখে। পরে তিনি আশেপাশের লোকজনকে জানালে তারা পুলিশে খবর দেয়।
টাঙ্গাইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভীর আহাম্মেদ বলেন, ৯৯৯ থেকে সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায় এবং লাশ উদ্ধার করে। লাশের অবস্থা দেখে প্রাথমিকভাবে মনে হচ্ছে কেউ হত্যা করে ফেলে গেছে। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে।
ময়না তদন্তের জন্য মরদেহ টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান ওসি।
(ঢাকাটাইমস/১৪অক্টোবর/মোআ)