আদর্শ সমাজ গঠনে মুফাসসিরদের ভূমিকা অপরিসীম: ডা.শফিকুর রহমান

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
 | প্রকাশিত : ১৪ অক্টোবর ২০২৪, ২০:৫০

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা.শফিকুর রহমান বলেছেন, ‘আদর্শ সমাজ গঠনে মুফাসসিরদের ভূমিকা অপরিসীম। কেননা তারা জাতির রাহবার।’

তিনি বলেন, ‘মুফাসসিররা হলেন পথহারা জাতির পথ প্রদর্শক। সঠিক পথের সন্ধান দেওয়া জাতির প্রতি মুফাসসিরদের কোনো দয়া নয় বরং এটা তাদের দায়িত্ব।’

সোমবার বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরীনের উদ্যোগে ঢাকার ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন মিলনায়তনে দেশবরেণ্য মুফাসসিরদের সমন্বয়ে গঠিত জাতীয় মুফাসসির সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

জামায়াতের আমির বলেন, ‘অতীতে যারা এই দায়িত্ব আঞ্জাম দিয়েছেন আমরা তাদের শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি। তারা কারো চোখ রাঙানিকে পরোয়া করেননি বরং প্রয়োজনে আল্লাহর রাস্তায় জীবনকে কোরবানি করে দিয়েছেন। কাজেই দীন প্রচারের কাজে বাধা আসবেই সেই বাধাকে মোকাবেলা করে সামনের দিকে এগিয়ে যেতে হবে।’

ওয়ায়েজদের উদ্দেশে ডা. শফিকুর রহমান বলেন, ‘তাফসির মাহফিল থেকে জনগণ যে রূহানী খোরাক চায় সে বিষয়ে যারা তাফসির পেশ করেন তারা নিশ্চয়ই সচেতন আছেন। আমি আপনাদের আরও একটু বেশি সচেতন হওয়ার আহ্বান জানাই। যদি আপনাদের বয়ানটা কুরআন, সুন্নাহ ও সাহাবীদের জীবনের আলোকে হয় তাহলে মানুষ এর থেকে শিক্ষা নিয়ে বাস্তব জীবনে আমল করতে পারবে। তাছাড়া মুফাসসিরদের একেকটা বক্তব্য জাতির একেকটা মোড় ঘুরিয়ে দেয়। এটা যুগেযুগে প্রমাণ হয়েছে।’

এসময় প্রখ্যাত মুফাসসির আল্লামা মাওলানা দেলাওয়ার হোসেন সাঈদিকে স্মরণ করে জামায়াতের আমির বলেন, ‘আজ তাকে আমার বড়ই মনে পড়ছে, এই ফুলের বাগানটা তিনিই সাজিয়ে গিয়েছেন। আজ তিনি থাকলে মন ভরে দেখতে পারতেন। কারাগারে তার সঙ্গে আমার দুইবার মোলাকাত হয়েছে, তার ইচ্ছা ছিলো কোরআনের ময়দানে তিনি আবার ফিরে আসবেন ও পবিত্র কাবায় জিয়ারত করবেন। কিন্তু তিনি তার সবকিছু আল্লাহর রাস্তায় বিলিয়ে দিয়ে শাহাদাত বরণ করেছেন।’

সংগঠনের কেন্দ্রীয় সভাপতি অধ্যক্ষ মাওলানা আব্দুল হামিদের সভাপতিত্বে ও সেক্রেটারী জেনারেল অধ্যাপক নুরুল আমীনের পরিচালনায় বিশেষ মেহমান হিসেবে এতে উপস্থিত ছিলেন জামায়াতের উলামা বিভাগের কেন্দ্রীয় সভাপতি মাওলানা রফিকুল ইসলাম খাঁন, ঢাকা মহানগরী দক্ষিণের প্রধান উপদেষ্টা নুরুল ইসলাম বুলবুল, ঢাকা মহানগরী উত্তরের প্রধান উপদেষ্টা মোহাম্মাদ সেলিম উদ্দিন, ছাত্র সংগঠনের সাবেক কেন্দ্রীয় সভাপতি সাইফুল আলম খান মিলন, বাংলাদেশ মসজিদ মিশনের সভাপতি অধ্যক্ষ মাওলানা যাইনূল আবেদীন, বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. আ.ন.ম. রফিকুর রহমান, তামীরুল মিল্লাত কামিল মাদরাসারা অধ্যক্ষ আবু ইউছুফ, মাওলানা ড. সামিউল হক ফারুকী, মাওলানা আবুদস সামাদ, বাংলাদেশ মসজিদ মিশনের সেক্রেটারি জেনারেল ড. খলিলুর রহমান মাদানী, অধ্যক্ষ মাওলানা শাহজাহান, ঢাকা মহানগরী দক্ষিণের উলামা বিভাগের সভাপতি অধ্যক্ষ মাওলানা মোশাররফ হোসাইন, ঢাকা মহানগরী উত্তরের উলামা বিভাগের সভাপতি ড. হাবিবুর রহমান, বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রফেসর আ.ন.ম রশিদ আহমদ আল মাদানী, মদিনাতুল উলুম কামিল মাদরাসার মুহাদ্দিস ড. আবুল কালাম আজাদ বাশার, ছারছিনার পীর শাহ আরিফ বিল্লাহ সিদ্দিকী, আলহাজ্জ শামীম সাঈদী, মুফাসসিরে কোরআন মুফতি আমির হামজা ও জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা উলামা পরিষদের সভাপতি মুফতী রেজাউল করিম আবরার।

বিশেষ অতিথিবৃন্দ তাদের বক্তব্যে বলেন, বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় যুগে যুগে আলেমদের ভূমিকা ছিল অপরিসীম। গত ৫ আগষ্ট বিজয়েও আলেমদের ত্যাগ কোরবানি ছিলো নজিরবিহীন । অনেক ইমাম খতিব বক্তারা জীবন দিয়েছেন, পঙ্গুত্ব বরণ করেছেন, সারাজীবনের জন্য চোখ হারিয়েছেন যা ইতিহাস হয়ে থাকবে। আগামীর বাংলাদেশ গড়তে এই মুফাসসিরদের সকল ভেদাভেদ ভুলে গিয়ে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। তাছাড়া দীনের একনিষ্ট খাদেম হিসেবে পরকাল ভিত্তিক জীবন পরিচালনা করতে হবে।

এতে আরও বক্তব্য দেন মাওলানা কামরুল ইসলাম সাঈদ আনসারী, মাওলানা আব্দুল্লাহ আল-আমীন, মাওলানা মোশাররফ হোসাইন, মাওলানা মুস্তাক ফয়েজি, মাওলানা লুৎফর রহমান, মাওলানা ফখরুদ্দিন আহমেদ, আব্দুল মোমেন নাসেরী, মাওলানা নাসির উদ্দিন হেলালী, মাওলানা রুহুল আমীন, মুহাদ্দিস মাহমুদুল হাসান, মুহাদ্দিস আবু নছর আশরাফী, মাওলানা মাহমুদূর রহমান দেলওয়ার, মাওলানা সাদিকুর রহমান আজহারী ও মাওলানা মুস্তাফিজ রহমানী প্রমুখ।

সম্মেলনে দেশবরেণ্য শিল্পীদের মধ্যে ইসলামী সংগীত পরিবেশন করেন শিল্পী মশিউর রহমান, মাওলানা আবুল কালাম আজাদ আজহারী, শিল্পী রোকোনুজ্জামান, শিল্পী কবির বিন সামাদ, শিল্পী নেয়ামতুল্লাহ নিজামী। এছাড়াও সম্মেলনে সারা দেশ থেকে আগত তিন হাজারের অধিক মুফাসসিরে কুরআন অংশগ্রহণ করেন।

(ঢাকাটাইমস/১৪অক্টোবর/জেবি/এসআইএস)

সংবাদটি শেয়ার করুন

রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজনীতি এর সর্বশেষ

আওয়ামী সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিরোধ গড়ে তুলতে হবে: আমিনুল হক 

রিমান্ডে অসুস্থ জুনায়েদ আহমেদ পলক, ঢাকা মেডিকেলে ভর্তি 

শেখ হাসিনার বিচার বাংলার মাটিতেই হবে: এবিএম মোশাররফ 

অন্তর্বর্তী সরকার ব্যর্থ হলে দেশের কপালে দুঃখ আছে: আব্দুল হাই সিকদার 

গণতান্ত্রিক সরকার ছাড়া সাংবিধানিক সংস্কার সম্ভব না: আব্দুল আউয়াল মিন্টু

তারেক রহমানের ৩১ দফা অনুযায়ী রাষ্ট্র চলবে: টুকু

গোপালগঞ্জ হবে বিএনপির উর্বর ভূমি: সৈয়দ জয়নুল আবেদীন মেসবাহ

বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের নতুন কমিটি

জনগণের প্রতিনিধিত্বের সরকার প্রতিষ্ঠা হলে বাজার নিয়ন্ত্রণে আসবে: তারেক রহমান

ফ্যাসিস্ট আ.লীগ অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে চক্রান্তে লিপ্ত: ডা. ইরান 

এই বিভাগের সব খবর

শিরোনাম :